খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ মেইল: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে যোগদান করেছেন।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এসময়ে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান পূর্বে পুলিশের বাধার মুখে পড়ে জেলা যুবদলের নেতাকর্মীরা। এসময়ে পুলিশের বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি ইসমাইল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, সহ- সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সেলিম হোসেন দীপু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, আশরাফ মোল্লা, মীর নোবেল, ফতুল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির, আমির, মাছুম, আরিফসহ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ