নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর সাথে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের বাক বিতন্ডার খবর পাওয়া গেছে। গত ১৮ জানুয়ারি সিটি কর্পোরেশনের মাসিক সভায় এ বাদানুবাদের ঘটনা ঘটেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সূত্রে প্রকাশ, গত ১৮ জানুয়ারি সিটি কর্পোরেশনের মাসিক সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও ব্রিজ কালভার্টের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার বিষয়ে আলোচনা চলছিলো। এ সময় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নাম প্রস্তাব করলে তা নাকচ করে দেন সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। তখন শফিউদ্দিন প্রধান বলেন, নাসিম ওসমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং চার চারবারের সাংসদ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে কাদেরিয়া বাহিনীতে যোগ দিয়ে নিজের অবস্থান বজায় রেখেছিলো।
এই বীর মুক্তিযোদ্ধার নামে ব্রীজ করলে অসুবিধা কোথায়? অথচ আপনি বললেন উনি বড় মানুষ উনারটা আমি করতে পারবো না। তার নামে একটি সড়ক কিংবা সেতুর নামকরণ হলে অসুবিধা কোথায়। কিন্তু তাতেও সায় দেননি মেয়র।
সূত্র আরো জানায়, এরপর ১৪ নং ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মিনারায়ন মন্দিরের দেবোত্তর সম্পত্তি জিউস পুকুর প্রসঙ্গে কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেন, পুকুরটি বহুদিন যাবত পরিস্কার না করায় ময়লা আবর্জনায় ভরে গেছে। সেখানে মশা মাছি জন্মে জনগনের ভোগান্তির সৃষ্টি করছে। তাই পুকুরটি পরিস্কার করা জরুরী হয়ে পরেছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে পুকুরটি পরিস্কার করতে চাই। তখন সিটি মেয়র আইভী তাতেও সায় না দিয়ে বলেন, আপনার প্রয়োজন হলে আপনি পরিস্কার করে নেন। কাউন্সিলর শফিউদ্দিন প্রধান তখন বলেন, আমি পরিস্কার করার ব্যবস্থা করবো, আপনি ফান্ডের ব্যবস্থা করুন। মেয়র তখন বলেন, কোন ফান্ডের ব্যবস্থা হবে না, আপনি আপনার ফান্ড দিয়ে করে নেন। এ নিয়ে মেয়রের সাথে কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের বাক বিতন্ডার ঘটনা ঘটে এবং সকলের হস্তক্ষেপে তা শান্ত হয়।