ফোরাম নির্বাচন: হুমায়ুন-জাকির প্যানেলের পক্ষে গণজোয়ার

নারায়ণগঞ্জ মেইল: নির্বাচনী প্রচারণায় সরগরম নারায়ণগঞ্জ আদালত পাড়া। বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থীরা শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আদালত পাড়ায় ঘুরে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী দু’টি প্যানেলের মধ্যে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির-অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের নেতৃত্বে গঠিত প্যানেলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার আর আদালত পাড়ায় বিনয়ী আচরণ ভোটারদের কাছে বাড়তি গ্রহণযোগ্যতা সৃষ্টি করছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তৃণমূল থেকে উঠে আসা জিয়ার সৈনিক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও এডভোকেট আজিজুল হক হান্টু। সেই সাথে তরুণ প্রজন্মের প্রতিনিধি উদীয়মান রাজনীতিবিদ এবং আইনজীবীদের প্রিয়জন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, এডভোকেট এইচএম আনোয়ার প্রধান ও অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন। আর তাই ৯ ডিসেম্বরের নির্বাচনে এই প্যানেল বিশাল ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে যাবে বলে মনে করেন বিএনপির আইনজীবীরা।

হুমায়ূন-জাকির প্যানেলের পাঁচটি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন।

এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

প্রসঙ্গত, সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে এবারের অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ব্যালট নং প্রদান করা হবে। ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন কোর্টের অপরদিকে হিমালয় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ