ফাঁস হচ্ছে দুর্নীতিবাজ তৈমুরের যত কুকীর্তি!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে অন্ধ ও বধির সংস্থার চেয়ারম্যান থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাতের খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মাঝে। বাংলাদেশের প্রথম সারির কয়েকটি জাতীয় দৈনিকসহ নারায়ণগঞ্জের স্থানীয় মিডিয়ায় ফলাও করে প্রতিবন্ধীদের টাকা আত্মসাতের খবর ছাপা হওয়ায় ছি: ছি: রব উঠেছে নেতাকর্মীদের মাঝে। সেইসাথে বিআরটিসি চেয়ারম্যান থাকার সময় থেকে শুরু করে অদ্যবধি বিভিন্ন ইস্যুতে তৈমুরের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছেন তারা।

সূত্রে প্রকাশ, সামান্য বটতলার উকিল থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উত্থানের নেপথ্যে শুধুই দুর্নীতি আর আত্মসাতের গল্প। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে হাতে আলাদিনের চেরাগ পেয়ে যান তৈমুর, তাকে করা হয় বিআরটিসির চেয়ারম্যান। সে সময়ে নানা দুর্নীতি অনিয়ম করে শত কোটি টাকার মালিক হয়ে যান তিনি। এছাড়া অন্ধ ও বধির সংস্থার চেয়ারম্যান হিসেবে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সংস্থা থেকে বরাদ্দকৃত কোটি কোটি টাকাও নিজের ফান্ডে জমা করেন এই সুযোগ সন্ধানী বিএনপি নেতা। যার বিস্তারিত দুদিন আগে গণমাধ্যমে ছাপা হয়েছে।

সূত্র জানায়, রূপগঞ্জসহ না’গঞ্জের বিভিন্ন স্থানে ভূমি দস্যুদের বিরুদ্ধে সাধারণ কৃষকদের পক্ষে বিক্ষোভ মানববন্ধনসহ নানা আন্দোলন করেন অ্যাডভোকেট তৈমুর। এর পেছনে থাকে তার অসৎ উদ্দেশ্য। কিছুদিন আন্দোলন করার পরে ভূমিদস্যুদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আন্দোলনে ইস্তফা দেন। ইতিপূর্বে রূপগঞ্জে করেছেন এবং বর্তমানে কায়েতপাড়াতেও সেই মতলবেই রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নারায়ণগঞ্জের তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি। এই রিটের বিরুদ্ধে আপিল করে তিতাস। সংশ্লিষ্ট অনেকে জানান, তিতাস থেকে মোটা অংকের টাকা নিয়ে আপিল শুনানির দিন আদালতেই যাননি তৈমুর। সেদিন রিটের বাদী নিজ মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে ছিলেন তৈমুর। ভুক্তভোগীদের মতে যে কোন ইস্যুতে টাকা কামানোই তৈমুরের মূল উদ্দেশ্য থাকে। আর এভাবেই শূন্য থেকে আজ শত কোটি টাকার মালিক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ