বিতর্কিতদের ফেরানোর সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ বিএনপির ইমেজ

নারায়ণগঞ্জ মেইল: বিএনপি’র বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নতুন করে দলে ফেলানো হচ্ছে। দলের দুঃসময়ে দলের সাথে বেইমানি করায় যারা বহিষ্কার হয়েছিলেন তাদেরকে দলের সুসময়ে পুনরায় ফেরত আনার বিষয়টিকে ভালোভাবে দেখছে না দলের তৃণমূল নেতাকর্মীরা। দুঃসময়ে যারা দলের নীতি আদর্শ বিসর্জন দিয়েছে তাদেরকে দলে ফেরানো হলে ভবিষ্যতে কেউ আর বহিষ্কারাদেশকে ভয় পাবেনা এবং দলকে বিপদে ফেলে ব্যক্তিগত স্বার্থ হাসিল করায় মনোযোগী হবে বলে ধারণ তৃণমূলের।

সূত্র প্রকাশ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের হামলা মামলা নির্যাতন সহ্য করেও নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে দিয়েছে কিন্তু কিছু বিপথগামী নেতা স্বৈরাচারের সাথে আঁতাত করে দলের বিভিন্ন সিদ্ধান্তকে অমান্য করেছে। দলের নীতি আদর্শ বিসর্জন দিয়ে স্বৈরাচারের পক্ষে কাজ করেছে, দলের গঠনতন্ত্র সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। দল তাদের এই আচরণের কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে।

তবে অতি সম্প্রতি সেসব বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফেরানো হচ্ছে। এদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সাবেক যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকু, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকারসহ বেশকিছু বিতর্কিত নেতাকে দলে পুনরায় স্থান দেয়া হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই তৃণমূল নেতাকর্মীদের। দলের চরম ক্রান্তিকালে এসব সুবিধাবাদী নেতারা দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তাদের দলে ফিরিয়ে আনা সিদ্ধান্ত তাই কোনভাবেই মেনে নিতে পারছে না তৃণমূল। যারা দলের সাথে বেইমানি করেছে তাদেরকে পুনরায় বিশ্বাস করা রাজনৈতিক দেউলিয়াত্তের প্রমাণ বলে মনে করেন তারা কারণ বেইমান সুযোগ পেলে আবার বেইমানি করবে বলেই ধারণা তাদের।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ