পরিবর্তনের ইঙ্গিত দিলেন গিয়াস-সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি পূর্ব বক্তব্যে তারা বলেন, ঘোষিত প্রার্থী তালিকা হলো প্রাথমিক মনোনয়ন। এরপরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। চূড়ান্ত পর্যায়ে যার হাতে ধানের শীষ থাকবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সব নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে।

এদিন বিকেল চারটায় সিদ্ধিরগঞ্জের বটতলা বালুর মাঠ এলাকা থেকে র‍্যালি শুরু করার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন।  

একই সময়ে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালি শুরুর পূর্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তারা আরো বলেন, অনেকে প্রচার করতেছেন এটাই চূড়ান্ত মনোনয়ন তাদেরকে বলে দিতে চাই এই তালিকা যখন ঘোষণা করা হয়েছে তখনই বলে দেয়া হয়েছে এটা প্রাথমিক মনোনয়ন, চূড়ান্ত মনোনয়ন পরে জানানো হবে।

দুই হেভিওয়েট প্রার্থীর এমন বক্তব্যে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিগত সময়ে স্বৈরাচারী হাসিনা সরকার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা নতুন করে মূল্যায়নের স্বপ্ন দেখছে। কারণ বিএনপির নেতাকর্মীরা মনে করেন রাজপথ কখনো বেইমানি করে না।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ