কালো টাকা ছিটিয়ে নাশকতার ছক কষছে ওসমান পরিবার

নারায়ণগঞ্জ মেইল: টানা দীর্ঘবছর নারায়ণগঞ্জ শহরে একক রাজত্ব চালিয়েছিল ওসমান পরিবার। নারায়ণগঞ্জবাসীকে জিম্মী করে নানা অপকর্ম করেছে তারা। ব্যবসায়ী থেকে শুরু করে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ওসমান পরিবারের ভয়ে সর্বদা আতংকে থাকতেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ওসমান পরিবারের সদস্যরা দেশ থেকে পালিয়ে গেলেও নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ওসমান পরিবারের ঘনিষ্টরা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন পদে রয়েছেন। পদ দখলের পর এবার নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা করছে ওসমান পরিবার। কালো টাকা ছিটিয়ে নাশকতার ছক কষছে তারা।

জানা গেছে, নারায়ণগঞ্জকে অশান্ত করতে জনপ্রতি দশ হাজার টাকা করে দিয়ে নারায়ণগঞ্জে গুপ্ত মিছিল করাচ্ছে ওসমান পরিবার। মিছিলের পাশাপাশি পরিবহনে আগুন ও নাশকতার পরিকল্পনা করছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নাশকতার চেষ্টা করে ওসমান পরিবারের ভাড়াটে সন্ত্রাসীরা। নাশকতার প্রস্তুতি কালে ব্যানারসহ পাঁচজনকে আটক করে পলিশের কাছে সোপর্দ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এরআগে পর্যাক্রমে শহর, বন্দর ও ফতুল্লায় ঝটিকা মিছিল করেছিল ওসমান পরিবারের সন্ত্রাসীরা।

মূলত গণহত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারে পুলিশের নীরব ভূমিকায় ওসমান পরিবারের অনুসারিরা বেপরোয়া হয়ে উঠার সাহস পাচ্ছে বলে মনে করেন সচেতন মহল। পাশাপাশি গণহত্যা মামলার অগ্রগতি না থাকায় শহরে একর পর পর মিছিল করছে তারা।

তবে পুলিশের পক্ষ থেকে দাবী করা হচ্ছে, এসকল মামলাগুলোতে রাজনীতির সাথে জড়িত না ও প্রতিহিংসায় অসংখ্য লোকদের আসামী করা হয়েছে। তারা যাচাই বাছাই করে আসামীদের গ্রেফতার করা হচ্ছে।

সূত্র বলছে, রাজনৈতিক ছত্রছায়ায় পুরো ওসমান পরিবার বিশাল সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো নারায়ণগঞ্জ রেখেছিলেন হাতের মুঠোয়। শামীম ওসমান ও তার দুর্ধর্ষ সন্ত্রাসী পুত্র অয়ন ওসমান প্রায় সময়ই বিভিন্ন সভা-সমাবেশে প্রশাসনের সামনে প্রকাশ্যেই অহংকার করে নিজের অস্ত্রবাজিসহ নানা অপকর্মের কথা তুলে ধরতেন। আর ব্যবসায়ীমহল নিয়ন্ত্রন করছেন সেলিম ওসমান। নারায়ণগঞ্জে ৭২টি ব্যবসায়ী সংগঠন সেলিম ওসমানের কাছে জিম্মী ছিল।

এছাড়াও বহু টর্চার সেল নির্মাণ করে গুম-খুন, নির্যাতন, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, ক্যাডার বাহিনী নিয়ন্ত্রন, দুর্নীতি ও অনিয়মসহ নিজ দলের রাজনীতিবিদদের ঘায়েল ও প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখতো ওসমান পরিবার।

গত ৫ আগস্টেও পরও ওসমান পরিবারের আতংক এখনো কাটেনি জনমনে। ওসমানীয় ঘনিষ্টজনরা রয়েছেন বহাল তবিয়তে। বরং ধীরে ধীরে ওসমান পরিবারের নিয়ন্ত্রনে থাকা বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রনে নিচ্ছেন তারই ঘনিষ্টজনরা। আর সেই ঘনিষ্টজনদের সহযোগিতায় নারায়ণগঞ্জে নাশকতার ছক কষছে ওসমান পরিবার। এরই মধ্যে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেকেই কৌশলে বিএনপির সাথে মিশে যাচ্ছে।  

বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসলেও কার্যকর কোন ব্যবস্থা না নেয়ায় নারায়ণগঞ্জে একের পর এক মিছিল হচ্ছে ওসমান পরিবারের পক্ষে।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

পূর্ববর্তী নিবন্ধ

সর্বশেষ