ত্যাগের কদর নেই বিএনপিতে

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ বিএনপিতে চলছে টাকার খেলা। এখানে ত্যাগের কোনো কদর নেই। ত্যাগী নেতাকর্মীরা পাচ্ছে না মূল্যায়ন। অপরদিকে গত ১৫ বছর সরকারি দলের সাথে আঁতাত করে আরাম আয়েশে জীবন যাপন করা লোকজনকেই এখন বেশি দেখা যাচ্ছে বিএনপির সামনের সারিতে। আর ত্যাগী ও রাজপথের সাহসী নেতৃবৃন্দকে মাইনাস করার চেষ্টা করে যাচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপিতে তৃণমূলের কাছে জনপ্রিয় এবং বিরত ১৫ বছর রাজপথে যাদের ভূমিকা অপরিসীম ছিল তাদের মধ্যে অন্যতম জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। নারায়ণগঞ্জে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই তিনজনের নেতৃত্বে নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল এবং  দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলো। তাছাড়া মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে তাদের রয়েছে বিশাল জনপ্রিয়তা এবং ব্যক্তিগত ভোট ভান্ডার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব জনপ্রিয় এবং রাজপথের সাহসী নেতাদেরকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।

তবে নির্বাচনের মনোনয়ন যতই ঘনিয়ে আসছে ততই আশঙ্কা তৈরি হচ্ছে সাধারণ নেতাকর্মীদের মনে কারণ স্বৈরাচার আমলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে মিলেমিশে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়া শিল্পপতিরা এখন নেমেছেন মনোনয়নের প্রতিযোগিতায়। তাদের কারণে রাজপথের নেতৃত্ব আজ হুমকির মুখে এভাবে চলতে থাকলে আগামীতে দল ধরে রাখার জন্য রাজপথের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে যোগ্যতার ভিত্তিতে দক্ষ এবং বলিষ্ঠ রাজনীতিবিদের হাতে ধানের শীষের টিকেট তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপর হাই কমান্ড। বিশেষ করে গত ১৫ বছরে যারা সরকারবিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মনোনয়নের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে বলে নিশ্চিত করেছে বিএনপি’র একটি বিশ্বস্ত সূত্র।

তবে এদের মধ্যে কয়েকজন ব্যবসায়ী ও শিল্পপতি মনোনয়ন প্রত্যাশী বিএনপির দলীয় প্রতীক পেতে টাকার বস্তা নিয়ে নেমেছেন। মূলত যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না বরং সরকারি দলের সাথে আঁতাত করে অগাধ টাকার মালিক হয়েছেন তারাই টাকা দিয়ে বিএনপির মনোনয়ন কেনার প্রতিযোগিতায় নেমেছেন।

দলীয় মনোনয়ন পেতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তারা টাকা ছিটিয়ে যাচ্ছেন। টাকায় বিএনপি’র মনোনয়ন কেনা যায়, রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয় না। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে ঢাকায় বিএনপি’র শীর্ষ নেতৃত্বকে টাকা দিয়ে ম্যানেজ করে দলীয় মনোনয়ন বাগিয়ে আনা যাবে- এমনটাই প্রচার করছেন  নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশী কয়েকজন শিল্পপতি ও তার অনুসারীরা। এদের কথা শুনলে মনে হয় বিএনপিতে ত্যাগের কোনো কদর নাই।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ