নারায়ণগঞ্জ মেইল: দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছে বর্তমান অন্তবর্তী সরকার। ইতিমধ্যেই সারা দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্ট প্রতিযোগিতা রূপ নিচ্ছে দ্বন্দ্ব সংঘাতে। যা আগামীতে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনা সূত্র প্রকাশ, বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। গত ১৭ বছর দলটির নেতাকর্মীরা ক্ষমতার বাইরে ছিলো। এ সময় তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, পুলিশের হামলা মামলা নির্যাতন সহ্য করে দলীয় রাজনীতি অব্যাহত রেখেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শান্তিতে বসবাস করতে পারছেন তারা।
গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। দিনের ভোট রাতে দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থেকেছে। তাই দীর্ঘদিন দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমান অন্তবর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে এটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষা করছে দেশের মানুষ। সকলের মতো বিএনপি নেতাকর্মীরাও এই নির্বাচনকে ঘিরে স্বপ্নের জাল বুনছেন। কারণ গত ১৭ বছর এই সুষ্ঠ নির্বাচনের দাবিতেই তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।
তবে নির্বাচন নিয়ে আনন্দের পাশাপাশি বিষাদের কালো মেঘও ভর করছে বিএনপি নেতাকর্মীদের আকাশে। প্রতিটি নির্বাচনী আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় একে অন্যের সাথে বিরোধে জড়িয়ে পড়ছেন প্রার্থীরা। সেই সাথে তাদের কর্মী সমর্থকরাও। যত দিন যাচ্ছে সেই বিরোধ ততই বৃদ্ধি পাচ্ছে। তবে মনোনয়ন নিশ্চিত হয়ে গেলে তখন ব্যক্তির বদলে দলীয় প্রতীক ধানের শীষের জন্য সকল বিএনপি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদী তারা।