দুই ছাত্রনেতার মনোনয়ন যুদ্ধে কে হাসবেন শেষ হাসি

নারায়ণগঞ্জ মেইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে দুই সাবেক ছাত্রনেতার জমজমাট লড়াই উপভোগ করছে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও তোলারাম কলেজের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজিব এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দুইজনই ত্যাগী নেতা এবং তৃণমূলে ব্যাপক জনপ্রিয়। তাই তাদের মনোনয়ন লড়াইটাও হচ্ছে বেশ জমজমাট। এখন দেখার বিষয় এই লড়াইয়ের শেষ হাসিটা কে হাসেন।

সূত্রে প্রকাশ, আসন্ন নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনের নতুন সীমানা বিন্যাসে ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন এবং সদর থানার গোগনগর ও আলিরটেক ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার ঝড় তুলেছেন সাবেক দুই ছাত্রদল নেতা মাসুকুল ইসলাম রাজীব এবং মশিউর রহমান রনি। উদীয়মান এই দুই নেতার কাছে রীতিমত ধরাশায়ী বাকি মনোনয়ন প্রত্যাশীরা। রাজনৈতিক বিশ্লেষণ কামনা করছেন, এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন এ দুজনের মাঝেই সীমাবদ্ধ থাকবে।

সূত্র মতে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে সবাই এক নামে চেনে ভিপি রাজীব হিসেবে। জেলা ছাত্রদলের সাবেক এই আহবায়ক সরকারি তোলারাম কলেজের ভিপি ছিলেন দীর্ঘদিন। তরুণ প্রজন্মের কাছে ভিপি রাজিব রাজনীতির এক আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে রাজপথের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাজিব। ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন তিনি। এজন্য পুলিশের হামলা মামলার শিকার হয়েছে হতে হয়েছে তাকে অসংখ্যবার, তবুও রাজপথ ছেড়ে যাননি। বলিষ্ঠ নেতৃত্ব গুণ, আন্তরিক ব্যবহার আর মেধা ও দক্ষতা দিয়ে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা সৃষ্টিতে অসম্ভব পারদর্শিতা প্রদর্শন করেছেন তিনি। তার রয়েছে বিশাল কর্মী বাহিনী। তাই আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তিতে মাসুকুল ইসলাম রাজিব অত্যন্ত হেভিওয়েট একটি নাম।

এদিকে জেলা যুবদলের বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনিও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রনি ইতিমধ্যেই তার মেধার স্বাক্ষর রাখতে পেরেছেন এবং খুব অল্প বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে যে কয়েকজন বিএনপি নেতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের মধ্যে এক নাম্বারে থাকবে মশিউর রনির নাম। সেই অন্ধকার যুগে যখন গডফাদার শামীম ওসমানের ভয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা তটস্ত থাকতো তখন এই মশিউর রহমান রনি শামীম ওসমানের সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে প্রতিবাদ জানিয়েছেন। সে সময় নারায়ণগঞ্জে শামীম ওসমানের চোখে রেখে কথা বলার স্পর্ধা দেখিয়েছেন একমাত্র মশিউর রহমান রনি। এর মাশুলও তাকে গুনতে হয়েছে বারবার। স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী নির্মম অত্যাচার চালিয়েছে তার উপর। তাকে গুম করে ক্রসফায়ার দিতে চেয়েছে। এতো অল্প বয়সে দলের জন্য এই পরিমাণ ত্যাগ স্বীকার বাংলাদেশে আর কোনো নেতাকর্মী করেছে কিনা সন্দেহ। তাই তৃণমূলে সর্বোচ্চ জনপ্রিয়তা এখন এই সাবেক ছাত্রনেতার দখলে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নের লড়াইয়ে এখন গুরুত্বপূর্ণ এক নাম মশিউর রহমান রনি।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ