মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন গিয়াস, বাকিরা ব্যস্ত নমিনেশনে

নারায়ণগঞ্জ মেইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় নারায়ণগঞ্জের মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন। প্রায় প্রতিদিনই তিনি নারায়ণগঞ্জের কোথাও না কোথাও ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন। নারায়ণগঞ্জের নির্বাচনী মাঠ এখন গিয়াসউদ্দিনের দখলে। নারায়ণগঞ্জের বাকি মনোনয়ন প্রত্যাশীরা এখনো মাঠে নামেননি, তারা সবাই এখন ব্যস্ত দলীয় মনোনয়ন আদায়ের চেষ্টায়।

জানা যায়, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে নারায়ণগঞ্জের কুখ্যাত গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন‌। এজন্য ওসমান পরিবারের প্রধান টার্গেট ছিলেন তিনি। তাছাড়া ২০০১ সালের সংসদ নির্বাচনে গিয়াসউদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন শামীম ওসমান। তাই গিয়াসউদ্দিনের প্রতি তার ক্ষোভের মাত্রাটাও ছিলো বেশি।

৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে ওসমান পরিবার কিন্তু বিদেশে বসেও তারা ষড়যন্ত্রের অংক কষছে। এবারেও তাদের প্রধান টার্গেট গিয়াসউদ্দিনকে ঠেকানো। গিয়াসউদ্দিন যাতে জাতীয় নির্বাচনে মনোনয়ন না পায় সেজন্য  নারায়ণগঞ্জের রাজনীতিতে কলকাঠি নাড়ছেন গডফাদার শামীম ওসমান।

এদিকে এসব ষড়যন্ত্রকে পাত্তা না দিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক এই সাংসদ। একের পর এক সভা সমাবেশ করছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছেন। লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে গিয়াসউদ্দিনের সভা সমাবেশগুলো। গিয়াস ঠেকাতে বিদেশে বসে শামীম ওসমান যতো চেষ্টাই করছেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছেন জাঁদরেল রাজনীতিবিদ মোঃ গিয়াসউদ্দিন।

পর্যবেক্ষণ বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন জাতীয় এবং দলীয় কর্মসূচিগুলো নিজ নেতাকর্মীদের নিয়ে একাই পালন করছেন। জেলা বিএনপির অনুষ্ঠানে খুব একটা তাকে দেখা যাচ্ছে না।

তৃণমূল পর্যায়ে অসম্ভব জনপ্রিয় গিয়াসউদ্দিনের রয়েছে বিশাল কর্মী বাহিনী। এদেরকে নিয়ে প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন তিনি। নিজ এলাকা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের পাশাপাশি সোনারগাঁ, সদর, বন্দর, এমনকি আড়াইহাজার, রূপগঞ্জেও যাচ্ছেন তিনি। কখনো দলীয় কর্মসূচি পালনে, কখনো অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে আবার কখনোবা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে।

যেখানেই যাচ্ছেন গিয়াসউদ্দিন সেখানেই নেতাকর্মীদের ঢল নামছে। সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি।

গিয়াসউদ্দিনের এই আহবান বেশ সাড়া ফেলেছে ভোটারদের মাঝে। কারণ এই এলাকার মানুষকে বিগত দিনে ফ্যাসিস্ট ওসমান বাহিনীর সন্ত্রাস আর জুলুমের নির্মম শিকার হতে হয়েছে। তাই তারা সন্ত্রাসমুক্ত পরিবেশ চায়। যারা দিনের আলোতে বিএনপি করেছে আর রাতের অন্ধকারে ওসমান পরিবারের সাথে আঁতাত করে চলেছে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় না নারায়ণগঞ্জের মানুষ। ওসমান বাহিনীর বিরুদ্ধে বিগত দিনে যার আওয়াজ সবচেয়ে উপরে ছিলো তাকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তারা। জনসমর্থন গিয়াসউদ্দিনের পক্ষে থাকায় সুবিধা করতে পারছে না ওসমান পরিবার। গিয়াস ঠেকানোর সব কৌশল একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ