নির্বাচন এলেই ঘুম ভাঙ্গে শাহ আলমের

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ বিএনপি’র সুবিধাবাদী নেতাদের মধ্যে অন্যতম মোঃ শাহ আলম। বিএনপির দুঃসময়ে তিনি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে রেখেছিলেন। আন্দোলন সংগ্রামে তার দেখা পাওয়া যায়নি কিন্তু ৫ আগস্টের পর আবার দৃশ্যপটে হাজির হয়েছেন এবং নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীও তিনি। বছরের পর বছর রাজনীতির সাথে কোনো সম্পর্ক না থাকলেও জাতীয় নির্বাচন এলে নড়াচড়া শুরু করেন এই শিল্পপতি নেতা। নির্বাচনে মনোনয়ন না পেলে আবার গা ঢাকা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন পেতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফতুল্লার ব্যবসায়ী মোঃ শাহ আলম। যিনি বিগত সময়ে কল্যাণ পার্টির নেতা ছিলেন। সেখান থেকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে এই আসনেই নির্বাচন করেছিলেন কিন্তু বিএনপি ক্ষমতায় না আসায় আর রাজনীতির মাঠে তাকে দেখা যায়নি। এমনকি ঘোষণা দিয়ে বিএনপির সকল পদ পদবী থেকে পদত্যাগ করেছিলেন শাহ আলম।

দুঃসময়ের আন্দোলন সংগ্রামে যখন সারা দেশে বিএনপি’র নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছে তখন শাহ আলম পুরোপুরি ব্যবসায়ী মেজাজে আওয়ামী লীগ নেতাদের সাথে পাল্লা দিয়ে সমান তালে ব্যবসা করেছেন, কামিয়েছেন কোটি কোটি টাকা। গত ১৫ বছরে সরকার বিরোধী আন্দোলনের মিটিং মিছিলে একবারের জন্যও দেখা মিলেনি শাহ আলমের। সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা সরকারের মামলা হামলায় জর্জরিত হলেও শাহ আলমকে কোনদিন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বিরক্ত করেনি। দলের দুঃসময় কেটে যাওয়ায় আবারো মঞ্চে আবির্ভূত হয়েছেন এই ব্যবসায়ী। আওয়ামী লীগের আমলে কামানো কোটি কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন মনোনয়ন কেনার প্রতিযোগিতায়। এখন দেখার বিষয় টাকায় মনোনয়ন কিনতে পারেন কিনা ব্যবসায়ী শাহ আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ