নারায়ণগঞ্জ মেইল:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বর্নাঢ্য র্যালী সফল করতে, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে মহানগর যুবদলের নেতৃবৃন্দরা বিশাল শোডাউন করে যোগদান করে।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের খানপুর মেট্রো হলের সামনে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে জড় হতে থাকে। এ সময় জোসেফের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ নগরভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল আগ মূহুর্তে জোসেফ বলেন,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে অঙ্গীকার- দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। যে কোনো মূল্যে নতুনভাবে আর্বিভুত মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে। কারণ এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরি করে।
এ সময় উপস্থিত ছিলেন, আতিকুর রহমান সবুজ, হাজী সাইদ, আলী নওষাদ তুষার, নূর আলম খন্দকার, নূর আলম প্রধান, বাপ্পি শিকদার, ওসমান গনি,কাজী সোহাগ, মিজান, আক্তার, নূর আলম খন্দকার, আরিফ, জনি, রহিম, লিটন, মাইনুল, ফারহান আহমেদ রুবেল, জসিম, শাকিল, ইসলাম, আরিফ, আলফু প্রধান, মাহমুদুল হাসান মাসুম, কাজল, সানি, হারুন প্রমুখ।