নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লা থানা বিএনপির জনসভায় বিশাল মিছিল নিয়ে চমক সৃষ্টি করেছেন জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ বাস্তবায়ন ও ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এদিন সভা শুরু হওয়ার অনেক আগে থেকেই ভুঁইগড় এলাকায় জড়ো হন কৃষক দলের নেতাকর্মীরা। সেখান থেকে রিফাতের নেতৃত্বে কৃষকদলের মিছিল শুরু হয়ে মূল কর্মসূচিতে যোগ দেয়।
এসময় প্রায় কয়েক হাজার নেতাকর্মী রিফাতের নেতৃত্বে এই সমাবেশে যোগ দেন। নেতাকর্মীদের স্লোগান ও কৃষকদলের নজরকাড়া শোডাউন ছিল লক্ষণীয়।