সেলিম ওসমানের পাশে নেই নারায়ণগঞ্জের আওয়ামীলীগ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের পাশ থেকে একে একে সরে আসতে শুরু করেছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ নেতারা। বিশেষ করে এ আসনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী দেওয়ার দাবি ক্রমেই জোড়ালো হচ্ছে আর এ দাবিতে এবার কঠোর অবস্থান নিচ্ছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। একদিকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন অনিশ্চিত অপরদিকে এ আসনে নৌকার দাবি- সবমিলিয়ে রীতিমতো বেকায়দায় নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ সেলিম ওসমান। এছাড়াও নিজ দলীয় নেতাকর্মীদের সাথে দূরত্ব ও বিএনপির সুবিধাবাদি নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলায় আগামী নির্বাচন সেলিম ওসমানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র মতে, বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে নারায়ণগঞ্জ-৫ আসনটি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীককে ছাড় দিয়ে আসছে আওয়ামীলীগ। আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীকে ছাড় দিয়ে এ আসনে নৌকার প্রার্থী দেয়া থেকে বিরত থাকে আওয়ামীলীগ। এতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদেও মনে মনে পুঞ্জিভূত ক্ষোভ বাসা বেঁধে আছে দীঘদিন যাবত। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত সদর-বন্দরের গুরুত্বপূর্ন এই আসনটি ফিরে পেতে তাই এবার মরিয়া হয়ে উঠেছে এখানকার আওয়ামীলীগ নেতাকর্মীরা। ইতিমধ্যে নৌকা প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার শহর জুড়ে সয়লাব। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, এড. আনিসুর রহমান দিপু, মেয়র সেলিনা হায়াত আইভীর ছোট ভাই ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বলসহ বেশ কয়েজন প্রার্থী নৌকা প্রতীক পেতে তৎপর রয়েছে।

এছাড়াও ওসমান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ আওয়ামীলীগ নেতা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহাও কিছুদিন পূর্বে এক সমাবেশে এই আসনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেছিলেন “নৌকার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হোন এবং আসুন আমরা একজন প্রার্থী বাছাই করে নৌকার জন্যে লড়াই করি।”

খোকন সাহার সেদিনের সেই বক্তব্যে আরো উঠে এসেছে সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর প্রতি ঐক্যের ডাক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলটাকে গুছানোর জন্যে মেয়র আইভীর প্রতি আহবান জানিয়েছিলেন খোকন সাহা। এভাবে নৌকার দাবিতে সকল আওয়ামীলীগ নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার মানে প্রভাবশালী এমপি সেলিম ওসমানের জন্যে অশনি সংকেত। তাই যতই দিন যাচ্ছে সাংসদ সেলিম ওসমানের জন্যে নারায়ণগঞ্জ-৫ আসনটি ধরে রাখা ততটাই কঠিন হয়ে পরছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ