নারায়ণগঞ্জ মেইল: করোনা মহামারিতে নাকাল সারা বিশ্ব। এ সময়ে রাজনৈতিক কর্মকান্ডও ছিলো বন্ধ। এতে করে নেতাকর্মীরা ঝিমিয়ে পরেছিলেন। তবে জীবন জীবীকার প্রয়োজনে সকল কিছু স্বাভাবিক হওয়ার পাশাপাশি রাজনৈতিক কমকান্ডও সচল হতে শুরু করেছে পুনরায়। বিশেষ করে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কমিটিগুলো নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্তে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে নেতাকর্মীদের মাঝে। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা কমিটি উৎসবের আমেজে মেতে উঠায় ফের চাঙ্গা ভাব ফিরে এসেছে দলটিতে।
করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিলো বিএনপির সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ড। তবে কমিটি পূণর্গঠনের মাধ্যমে আবারো সচল হচ্ছে তাদের কার্যক্রম। নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছিলো চলতি বছরের ২১ ফেব্রুয়ারী। করোনার প্রভাব না থাকলে এতোদিনে কমিটি হয়ে যাওয়ার কথা। তবে করোনার কারনে বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়েছে জেলা বিএনপির সিনিয়র নেতারা। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিও ভেঙ্গে দেয়ার কথা ছিলো। সংগঠনের সভাপতি এড. আবুল কালাম দীর্ঘদিন যাবত সক্রিয় রাজনীতি থেকে দুরে আছেন আর সাধারণ সম্পাদক এটিএম কামালতো দেশেই নেই। তাই মহানগর বিএনপির কমিটি পূণর্গঠন এখন সময়ের দাবি। তবে কমিটি নিয়ে নারায়ণগঞ্জের আদালতে একটি মামলা চলমান থাকায় আপাতত স্থগিত রয়েছে কমিটি ভাঙ্গার প্রকৃয়া। তবে খুব শীঘ্রই সকল সমস্যার অবসান ঘটিয়ে পূণর্গঠন করা হবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি- এমনটাই আভাস পাওয়া গেছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের অধীনে সকল ইউনিট কমিটিও গঠনের কাজ চলছে। জেলা ও মহানগরের শীর্ষ নেতারা দিনরাত পরিশ্রম করছেন কমিটিগুলোতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ণ করতে। এছাড়াও কেন্দ্র থেকেও একটি টিম করে দেয়া হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে। ইতিমধ্যেই সোনারগাঁ পৌরসভার অন্তর্গত ৯টি ওয়ার্ডে যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বাকীগুলোও প্রকৃয়াধীণ রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আওতাধীন ইউনিট কমিটিগুলোও গোছানোর কাজ চলছে। ছাত্রদলের ইউনিট কমিটি গঠনের বিষয়ে সরাসরি তদারকি করছে কেন্দ্রীয় কমিটি। জেলা ও মহানগর কমিটির নেতারা সম্ভাব্যদের তালিকা কেন্দ্রে প্রেরণ করেছেন। এখন কেন্দ্র যাচাই বাছাই করে কমিটি ঘোষনা করবে।
চারিদিকে কমিটি গঠনের আমেজ রীতিমত উৎসবে পরিনত হয়েছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। আর তাই দীর্ঘদিন ঝিমিয়ে পরা নেতাকর্মীদের মাঝে আবারো ফিরে এসেছে চাঙ্গাভাব।