বিএনপিকে বেচে দিলেন মামুন মাহমুদ!

নারায়ণগঞ্জ মেইল: ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। পাঁচটি থানা ও পাঁচটি পৌর কমিটি গঠন করতে গিয়ে সংগঠনের সর্বনাশ ডেকে আনছেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। টাকার বিনিময় অযোগ্য আর নিষ্ক্রিয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আর এসব অভিযোগের তীর জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের দিকেই বেশি। নেতাকর্মীদের অভিযোগ অর্থের বিনিময়ে তিনি বিভিন্ন থানা ও উপজেলা কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার চেষ্টায় মত্ত রয়েছেন।

তৃণমূলের দাবি, যারা বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির জন্য জেল জুলম অত্যাচার সহ্য করে এষনও দলের হয়ে কাজ করছেন তেমন নেতাদের মাইনাস করে আওয়ামী লীগ পরিবার ও ক্ষমতাসিন এই দলটির জন্য ভোট চাওয়া ব্যক্তিদের থানা ও উপজেলা কমিটির নেতৃত্বে নিয়ে আসতে চাইছেন জেলা বিএনপির সদস্য সচিব। এ নিয়ে দলটির তৃণমূলের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

দলটির তৃণমূল বলছে, দলকে শক্তিশালী করার পরিবর্তে আরও দুর্বল করার চক্রান্তে দুষ্টু চক্রের ভূমিকা পালন করেছেন মামুন মাহমুদ। তিনি নিজের স্বার্থ রক্ষার্থে এসব কর্মকাণ্ড সংঘটন করছেন বলেও তৃণমূল কর্মীরা অভিযোগ তুলেন। তারা বলছেন, নারায়ণগঞ্জে মামুন মাহমুদের কোনো ভিত নেই। এখানকার আলো-বাতাস ও মাটি-মানুষের সঙ্গেও তার সম্পর্ক নেই। কেন্দ্রীয় গুটি কয়েক নেতার সুবাদে তিনি যুবদলের সভাপতি, পরে জেলা বিএনপির সেক্রটারি এবং বর্তমানে সদস্য সচিব হয়েছেন। এই পদের কোনোটিতে আসার যোগ্যতা তারা নেই। তারপরও তিনি এসেছেন।

সূত্র বলছে, যুবদলের সভাপতি থাকাকালিন সময় থেকেই পদ বাণিজ্য শুরু করেন মামুন মাহমুদ। তিনি বিএনপির কর্মী না হয়ে শিল্পপতি শাহ আলমের একনিষ্ঠ কর্মীর ভূমিকা পালন করতে থাকেন। সেসময় তিনি শাহ আলমের এক ইচ্ছেতে দলের শূন্য প্যাডে ফতুল্লা থানা যুবদলের কমিটি ঘোষণা করেন। এ নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। শোনা গিয়েছিলো, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই কমিটি দিয়েছিলেন তিনি।

শুধু তাই নয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালিন সময়ে শাহ আলমের ইচ্ছেতে এক রাতের মধ্যেই ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মামুন মাহমুদ। এর আহ্বায়ক করা হয় আওয়ামী লীগ ঘেঁষা আবুল কালাম আজাদ বিশ্বাসকে। এ নিয়েও তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

বিএনপির অনেক নেতাই আক্ষেপ করে বলেন, বর্তমানে বিএনপির অনেক নেতাকর্মী যেখানে ঠিকমত সংসার চালাতে পারেন না, সেখানে মামুন মাহমুদ দিন দিন ফুলেফেঁপে মোটাতাজা হচ্ছেন। দলের চরম দুর্দিনেও তিনি কয়েক লাখ টাকা খরচ করে গাড়ি কিনেন। শোনা গিয়েছে, এই গাড়িটি শিল্পপতি শাহ আলম এবং কাজী মনির মামুন মাহমুদকে নাজরানা হিসেবে দিয়েছেন। বিনিময়ে এই দুই শিল্পপতির ইচ্ছেতে রূপগঞ্জ ও আড়াইহাজার এবং সিদ্ধিরগঞ্জ বিএনপি সাজিয়ে দিচ্ছেন তাদের নিজস্ব লোক দিয়ে।

দলীয় সূত্র আরও বলছে, কাজী মনির ও মামুন মাহমুদের নেতৃত্বাধিন জেলা বিএনপি দুর্বল নেতৃত্ব ও অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে কমিটিকে পূর্ব ঘোষণা ছাড়াই বিলুপ্ত করে কেন্দ্র। পরে দীর্ঘ কয়েক মাস তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক ও মামুন মাহমুদকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কথা ছিলো তিন মাসের মধ্যে তারা সকল থানা ও উপজেলা কমিটি গঠন করে জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করবেন। কিন্তু এক বছরেও তারা সেটি পারেনি।

তবে, ঘোষিত কমিটিগুলো নিয়ে ব্যাপক পদ বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আর এই বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে মামুন মাহমুদের। ইতোমধ্যে তিনি আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ কমিটি নিয়ে বাণিজ্য করেছেন বলে শোনা যাচ্ছে। সূত্র বলছে, সোনারগাঁয়ে মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জে শাহ আলম হীরা, আড়াইহাজারে ইউসুফ আলী ও জুয়েলকে পদে আনতে মোটা অঙ্কের টাকা বাণিজ্য করার খবর চাউর হয়েছে শহরজুড়ে।

জানা গেছে, হেফাজতের সহিংসতার পর থেকে সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীশূন্য। মামলায় জর্জড়িত দলটির নেতাকর্মীরা পলাতক। কেউ কেউ আবার জেলে রযেছেন। এমন পরিস্থিতিতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো আওয়ামী লীগ পরিবারের সন্তান শাহ আলম হীরাকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব করতে বেশ তোড়জোর চালিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ।

সূত্র মতে, নরঘাতক হিসেবে খ্যাত, সেভেন মার্ডারের অন্যতম হোতা নুর হোসেনের অন্যতম সহযোগি শাহ আলম হীরা। এছাড়া তার মা রাশেদা বেগম সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। হীরার এক ভাই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং অপর এক ভাই সাইলো শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক।

নেতাকর্মীদের মতে, ব্যাপক অর্থের বিনিময়ে শাহ আলম হীরার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে বিএনপির পদে এনেছেন মামুন মাহমুদ। বিগত দিনের আন্দোলন সংগ্রামে কোনদিন দেখা মেলেনি শাহ আলম হীরার। সরকারি দলের সঙ্গে আঁতাত করে চলায় নেই কোন মামলা-মোকদ্দমাও। রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়াই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে চলে এসেছেন তিনি। শুধুমাত্র মামুন মাহমুদকে টাকা দিয়ে ম্যানেজ করার ফলে এটা সম্ভব হয়েছে।

অন্যদিকে সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য সচিব করা হয়েছে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে, অথচ এই মোশারফ হোসেন বিগত দিনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন দ্বারে দ্বারে ঘুরে। এমনকী ক্ষমতাসিন দলের হয়ে ক্যাম্পেইনও করেছেন। মোটা অংকের অর্থের বিনিময়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা না থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন এই মোশারফ।

এছাড়াও আড়াইহাজার উপজেলা বিএনপি, আড়াইহাজার পৌর বিএনপি ও গোপালদী পৌর বিএনপি’র কমিটি গঠনে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ বিএনপি’র নব্য কিং মেকার নজরুল ইসলাম আজাদের কাছে রীতিমতো কমিটি বিক্রি করেছেন মামুন মাহমুদ- এমনটাই অভিযোগ সেখানকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। কমিটি ঘোষণার পর শনিবার ২২ জানুয়ারি সন্ধ্যায় আড়াইহাজারে প্রতিবাদ সভা করে অধ্যাপক মামুন মাহমুদের কুশপুত্তলিকা দাহ করেছেন তারা। অবিলম্বে তারা কমিটি বাণিজ্যের হোতা জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের বহিষ্কার দাবি করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ