নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত প্যানেল ( এড. আনোয়ার হোসেন- এড. জসিম উদ্দিন ) পরিষদের সকল প্রার্থীর নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেছেন।
রোববার ( ১৬ জানুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই আবেদন করেন আনোয়ার- জসিম পরিষদের ৬ প্রার্থী সভাপতি এড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন, সহ-সভাপতি এড. এমদাদ হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মামুন সিরাজুল মজিদ, কোষাধ্যক্ষ এড. রোমেল মোল্লা, সমাজ সেবা সম্পাদক ইখতিয়ার হাবীব সাগর। পরে প্রধান নিবার্চনের কাছেও এই আবেদন করেন।
লিখিত আবেদন উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ( ২০২২- ২০২৩) এর এড. আনোয়ার হোসেন- এড. জসিম উদ্দিন প্যানেলের বিভিন্ন পদের প্রার্থী। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর হইতে প্রতিদ্বন্দ্বিতা প্যানেলের প্রার্থীর সন্ত্রাসী লোকজন আমাদের প্যানেলের প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি- ধামকি দিচ্ছে। নির্র্বাচনী প্রচার- প্রচারণা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। উল্লেখ যে, বিগত ২০২১-২০২২ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী এড. মো. জসিম উদ্দিনকে নির্বাচনের দিন সকাল আনুমানিক নয়টার সময়ে আদালত প্রাঙ্গন হইতে প্রকাশ্যে দিবালোকে তুলিয়া নিয়া যায়। তাছাড়া সন্ধ্যার দিকে অনেক আইনজীবীকে শারীরিক ভাবে প্রহার করা হয়েছে। নির্বাচনে ব্যালট বাক্স বদলিয়ে ফেলা হয়েছিলো। এই রূপ কারনে আমরা আমরা আশংকা করিতেছি যে, আমাদের প্যানেলের যে কোনো প্রার্থীকে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা শারীরিক ভাবে লাঞ্চিত করাসহ খুন, জখম, অপহরণ বা গুম করার সম্ভাবনা রহিয়াছে। তাছাড়া নির্বাচনের দিন নির্বাচনী কেন্দ্রে অর্থাৎ আইনজীবী সমিতিতে বে- আইনী প্রবেশ করিয়া ব্যালট বাক্স ছিনতাই করিতে পারে। এসকল কিছু বিবেচনা করিয়া আমাদের প্যানেলের সকল প্রার্থীকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা গ্রহন করবেন।