সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার বাসায় সাগর প্রধান

নারায়ণগঞ্জ মেইল: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগরকে দেখতে তার বাসায় গিয়েছিলেন নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাগর প্রধান থানা যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে অসুস্থ ছাত্রদল নেতার বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

প্রসঙ্গত সিদ্দির্গঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ