ইউনিট কমিটিতে কেন্দ্রের হস্তক্ষেপ, ছাত্রদলে অসন্তোষ

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেবে কেন্দ্রীয় কমিটি। বাকী সব ইউনিট কমিটি গঠন করার ক্ষমতা জেলা ও মহানগর কমিটির। কিন্তু ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি দেশের বিভিন্ন জেলা ও মহানগরের আওতাধীন ইউনিট কমিটিগুলো পূণর্গঠনে পূর্ণ কতৃত্ব রেখে দিয়েছেন নিজেদের হাতে। এতে করে জেলা ও মহানগরের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। তাছাড়া কেন্দ্রের নেতারা কাজের মূল্যায়নের বদলে টাকায় পদ পদবী বিতরণ করছেন বলেও অভিযোগ ত্যাগী নেতাকর্মীদের। ফলে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আর জেল জুলুম সহ্য করেও টাকার অভাবে অনেকে থাকবেন পদ বঞ্চিত আর সরকারী দলের সাথে লিয়াজো করে চলা অনেকে টাকার জোরে পেয়ে যাচ্ছেন ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ ২৮ বছর পর তৃণমূলের ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকাবাল হোসেন শ্যামল। তারা দায়িত্ব গ্রহণের পর সারা দেশে ছাত্রদল ঢেলে সাজানোর প্রস্তুতি গ্রহন করেন। সংগঠনটির সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক বিভাগে ৪ সদস্য বিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করে দেন। কেন্দ্র থেকে সেই সাংগঠনিক টিম সারাদেশে সফর করে এবং তৃণমূল থেকে নেতা কর্মীদের মতামত লিপিবদ্ধ করে দপ্তর সেলে জমা দেন। বর্তমানে এসব তথ্য যাচাই বাছাই চলছে।


এরাই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের অধীনস্থ ইউনিট কমিটিগুলোও গঠনের প্রকৃয়া শুরু করেন নেতাকর্মীরা। এদিকে দীর্ঘ প্রায় ১৪ বছর ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত হয়ে দিশেহারা শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারনে। অথচ রাজপথের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব ত্যাগী নেতাকর্মীরা কমিটি গঠনের সময় হলেই আড়ালে যান। তাদের এই কৃতিত্বকে বেমালুম ভুলে যান নেতারা। তাদের বদলে ঐসব কিংমেকারদের পছন্দের বিতর্কিতরা চলে আসেন ফ্রন্টলাইনে। এবারে ছাত্রদলের ইউনিট কমিটি গঠনের বেলায়ও এমনটি হচ্ছে বলে অভিযোগ বেশীরভাগ ছাত্রদল নেতাকর্মীর। ফলে কিং মেকারদের ছত্রছায়া থেকে বের হয়ে বিএনপির ভ্যানগার্ড ছাত্রদলের কমিটি সাজানোর আহবান জানিয়েছে এসব মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ