প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে স্বপন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রয়াত ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সানোয়ার হোসেন সানুর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন। এ সময় পরিবারের সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, যুগ্ম আহ্বায়ক আমীর হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ