নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। বিশেষ করে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতার কারণে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তারা।
জানা যায়, গত মঙ্গলবার (১১ মে) নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্যাডে দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। বিবৃতিতে জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক সোনারগাঁয়ের এক যুবদল নেতার বাড়িতে পুলিশি হামলা এবং মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু বিবৃতি দেওয়ার বিষয়টি জানেন না বলে জানান। সভাপতির অনুমতি ছাড়াই দপ্তর সম্পাদক সংগঠনের প্যাডে বিবৃতি প্রকাশ করাটা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা।
বিবৃতির বিষয়টি উল্লেখ করে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি নারায়ণগঞ্জ মেইলকে জানান, কেন্দ্রীয় যুবদলের প্যাডে এই বিষয়ে একটি বিবৃতি আমি দেখেছি কিন্তু কেন্দ্রীয় যুবদলকে বিষয়টিকে কে অবগত করলো তা আমার জানা নেই। আর জেলা যুবদলের বিবৃতি প্রকাশের বিষয়টি আমি জানিনা। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দপ্তর সম্পাদক কোন বিষয়ে বিবৃতি প্রকাশ করতে হলে সভাপতির অনুমতি নিতে হয়, এক্ষেত্রে আমাকে না জানিয়েই বিবৃতি দেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স নারায়ণগঞ্জ মেইলকে বলেন, সেন্ট্রাল যুবদল বিবৃতি দিয়েছে তাই জেলার পক্ষ থেকে একটা দিয়ে দিয়েছি। বিবৃতি দেওয়ার বিষয়ে সভাপতি সেক্রেটারির অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে প্রিন্স বলেন, সভাপতি সেক্রেটারির অনুমতি নেয়া হয়নি।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি সেক্রেটারির অনুমতি ছাড়া বিবৃতি দিলে সেটা আইন ভঙ্গ করা হয় কিনা জানতে চাইলে প্রিন্স বলেন, বিবৃতি আমি দেইনি। আমার আইডি থেকে আরেকজন দিয়েছে, আমি পরে দেখেছি।
এদিকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতির বিষয়টি এসেছে, সে ঘটনাটি আদৌ ঘটেছে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সোনারগাঁ যুবদলের নেতাকর্মীরা এ ধরনের ঘটনা কবে কখন ঘটলো এবং আদৌ থানায় মামলা হয়েছে কিনা বা পুলিশ বাড়িঘর ভাঙচুর করেছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানেন না বলে জানান।
জেলা যুবদলের বিবৃতিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলার সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এক নিন্দা বার্তায় বলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহিন আলম জুবায়েরের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করায় মিথ্যা মামলায় দায়ের ও পুলিশ কর্তৃক বাড়িঘর ভাঙচুর করে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে এ সমস্ত হয়রানি মূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন।”