নারায়ণগঞ্জ মেইল: করোনা মহামারির কারনে আপাতত বন্ধ রয়েছে বিএনপির সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড। তবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আসন্ন কমিটিতে স্থান পেতে সম্ভাব্য পদ প্রাথীরা ব্যস্ত সময় পার করছেন। এবারের মহানগর যুবদলে গুরুত্বপূর্ণ পদে সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু রয়েছেন আলোচনায়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের ভাগিনা রশুর রয়েছে রাজপথে উজ্জল কর্মকান্ড। মহানগর ছাত্রদলের এক সময়ের তুখোর নেতা রশু তার অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ মহানগর যুবদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়ে আসেন। বর্তমানেও প্রায় ৩০টি রাজনৈতিক মামলার আসামী হয়ে হাজিরা দিতে হয় তাকে। তাই আসন্ন মহানগর যুবদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রশুকে দেখতে চায় যুবদলের তৃণমূল।
প্রসঙ্গত, গত ২০১৮ সালের ১৯ অক্টোবর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় যুবদল। কমিটির বাকী সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু।
আংশিক কমিটি ঘোষনার ৫ মাস পর খোরশেদকেই সভাপতি রেখে ২০১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাতিল করে দেয়া হয় মহানগর যুবদলের কমিটি।