মহানগর বিএনপির ভবিষ্যত কান্ডারী এড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালের সীমাহীন ব্যর্থতায় সংগঠনের মেরুদন্ড ভেঙ্গে পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। দিনের পর দিন খুড়িয়ে খুড়িয়ে চলতে গিয়ে নেতাকর্মীরাও ক্ষুব্দ হয়ে উঠেছে। মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালামের এই গৃহবন্দি রাজনীতি কিছুতেই মেনে নিতে পারছে না তৃণমূল নেতাকর্মীরা। বিলাসবহুল ঘরের চারদেয়ালের মাঝে নিজে বন্দি থেকে নেতাকর্মীদেও বন্দি করে ফেলতে চাইছেন বলে অভিমত তাদের।
অপরদিকে মহানগর বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম ঠিকই চালিয়ে যাচ্ছেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জের রাজপথে সরকার বিরোধী শ্লোগানে সবচেয়ে জোরালো কন্ঠস্বর এখন এড. সাখাওয়াত। আর তাই মহানগর বিএনপির ব্যর্থ নেতৃত্বকে বাদ দিয়ে সাখাওয়াতকে দায়িত্ব দেওয়ার দাবি এখন তৃণমূলের।

নেতাকর্মীদের মতে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সভাপতি এড. আবুল কালাম দলের চরম দূর্যোগপূর্ণ মুহুর্তে বেশীরভাগ সময়ই ছিলেন অসুস্থ। কখনও হাসপাতালে আবার কখনোবা নিজ বাড়িতেই ছিলেন চিকিৎসাধীন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় ধানের শীষের পক্ষে মাঠে নামেননি তিনি। সেই সাথে কালাম পন্থী অনেক বিএনপি নেতা নির্বাচনে প্রকাশ্যে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কালামের ভাই মহানগর বিএনপি’র সহ সভাপতি আতাউর রহমান মুকুলসহ কালাম অনুসারী মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু, দপ্তর সম্পাদক হান্নান সরকার, বিএনপি নেতা জমসের আলী ঝন্টু, গোলাম নবী মুরাদ, সুলতান আহমেদ, এনায়েত হোসেন, সামসুজ্জোহা, কামরুজ্জামান বাবুল এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট প্রার্থী একেএম সেলিম ওসমানের পক্ষে কাজ করেন। আর এসব স্বার্থপর বেইমান নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সংগঠনের সভাপতি এড. আবুল কালাম।

অপরদিকে, গত কয়েক বছরে নারায়ণগঞ্জের রাজপথে সরকার বিরোধী আন্দোলনে যে কয়েকজন বিএনপি নেতা সরব ভূমিকা পালন করেছেন তাদের অন্যতম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। পুলিশের হামলা মামলা উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে এড. সাখাওয়াত দরন্ত গতিতে ছুটে বেড়িয়েছেন নারায়ণগঞ্জের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যেখানেই সরকার বিরোধী আন্দোলন কিংবা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কর্মসূচি পেয়েছেন সেখানেই ছুটে গেছেন তিনি, সেটা জেলা বিএনপি কিংবা মহানগর, যুবদল নাকি ছাত্রদল সে চিন্তা তিনি করেননি কখনোই। আর এই ছুটে চলাই শেষ পর্যন্ত তার জন্য কাল হতে চলেছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গৃহবন্দি নেতারা ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে দিয়েছেন তার বিরুদ্ধে।

বিএনপির পদ পদবী ব্যবহার করে সরকারী দলের দালালী করা নেতাদের হেফাজত করতে বিপ্লবী সাখাওয়াতকে মাইনাসের ফর্মূলা বাস্তবায়ন করতে যাচ্ছেন মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গায়েবী সব অভিযোগ তুলে এড. সাখাওয়াত হোসেন খানকে বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছেন তারা।

জানা যায়, ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর আর ক্ষমতার স্বাদ পায়নি বাংলাদেশের অন্যতম প্রধাণ রাজনৈতিক দল বিএনপি। এতা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় মামলা হামলায় নাজেহাল দলটির নেতাকর্মীরা। গত ৩০ জানুয়ারী অনষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যন্ত নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা ঠিকমতো বাড়িঘরে থাকতে পারেননি, পালিয়ে যাযাবর জীবন যাপণ করতে হয়েছে। আর এখন আগের মতো ধরপাকড় না হলেও পুরানো মামলাগুলোতে নিয়মিতই হাজিরা দিতে হচ্ছে তাদের। আর নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপি নেতাকর্মীদের প্রধাণ আশ্রয়ের কেন্দ্র হলেন এড. সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলোতে বিনা পয়সায় আইনী সহায়তা প্রদান করে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। অথচ তার কাছ থেকে আইনী সহায়তা নিয়ে আদালতপাড়ায় দাড়িয়েই মিডিয়ায় সাখাওয়াত বিরোধী বক্তব্য দেন অনেক নেতা।

এই যেমন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে তিন দফায় নিজ খরচে হাইকোর্ট থেকে জামিন করিয়েছেন এড. সাখাওয়াত। এটিএম কামাল বিভিন্ন সময়ে স্বীকারও করেছেন এ কথা অথচ সেই এটিএম কামালও স্বাক্ষর করেছেন সাখাওয়াত হোসেন খানকে বহিস্কারের সুপারিশে। কতটা অকৃতজ্ঞ হলে একটা মানুষ এমনটা করতে পারে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

এছাড়াও বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের রাজপথে উত্তাল ছিলেন এড. সাখাওয়াত হোসেন খান। পুলিশের হামলা মামলা উপেক্ষা করে মিটিং মিছিলে নিয়মিত নারায়ণগঞ্জের রাজপথ উত্তপ্ত রেখেছিলেন তিনি, আর এ জন্য জেলও খাটতে হয়েছে মাসের পর মাস। কিন্তু জেল জুলুম কোন কিছুই তাকে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে টলাতে পারেনি, নেতাকর্মীদের সাথে আন্দোলন সংগ্রাম চলমান রেখেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ