একটিও ইউনিট কমিটি দিতে পারেনি মহানগর যুবদল

নারায়ণগঞ্জ মেইল: দীর্ঘ আড়াই বছরে একটিও ইউনিট কমিটি দিতে না পারার ব্যর্থতা নিয়ে ছিটকে গেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। গত ১৭ ফেব্রুয়ারি বাতিল করে দেয়া হয় মহানগর যুবদলের কমিটি। এই আড়াই বছরে নিজেদের মাঝে বিভক্তি আর কোন্দলের জন্ম দেয়া ছাড়া শুধুমাত্র নিজেকে হাইলাইট করতে পেরেছেন খোরশেদ। যুবদলের সভাপতি খোরশেদের চেয়ে ব্যক্তি খোরশেদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুবদলের নেতাকর্মীদের করেছেন বঞ্চিত। সকলকে আশা দিয়েও পারেননি কোন কমিটির অনুমোদন দিতে বরং বন্দর উপজেলা যুবদলের অধিকারটুকুও ধরে রাখতে ব্যর্থ হয়েছেন খোরশেদ। মহানগরের কাছ থেকে সে অধিকার কেড়ে নিয়েছে জেলা যুবদল। তাই আপাদমস্তক ব্যর্থ খোরশেদের কারনে পুরো কমিটিকেই বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ১৯ অক্টোবর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় যুবদল। কমিটির বাকী সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু।

আংশিক কমিটি ঘোষনার ৫ মাস পর খোরশেদকেই সভাপতি রেখে ২০১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাতিল করে দেয়া হয় মহানগর যুবদলের কমিটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ