নারায়ণগঞ্জ মেইল: বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠনকল্পে ৯ ডিসেম্বর বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নতুন কোর্টের উল্টো দিকের একটি চাইনিজ রেস্তোরায় প্রায় আড়াই শতাধিক আইনজীবীর উপস্থিতিতে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন মিয়া।
সভায় অ্যাডভোকেট সালাউদ্দীন ভুঁইয়া সবুজের শ্রুতিমধুর সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে পরিচিতি সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি অ্যাডভোকেট কেএম সুমন।
এ ছাড়াও হুমায়ুন-জাকির প্যানেলের ৫ আইনজীবীর পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট শাহআলম মিয়া, অ্যাডভোকেট কাউসার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট শামীমা আক্তার, অ্যাডভোকেট ফাতেমা মাসুদ, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট কাজী আব্দুর গাফফার, অ্যাডভোকেট গোলজার হোসেন, অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্যানেল পরিচিতি সভায় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেন, ফোরামের সম্মেলনে হুমায়ুন-জাকির প্যানেলে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। আপনারা সকলেই আমাদের সকলের সম্পর্কে অবগত আছেন। সুতরাং আমাদের নিজেকে নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। আমরা কে কেমন, কার চরিত্র কেমন তা সবটুকুই আপনারা জানেন, সেখানে কারো বিরুদ্ধে বিষোদগার করার কিংবা আলোচনা করার কোন সুযোগ নেই। নেতৃত্বের প্রতিযোগীতায় আমরা যদি আপনাদের মনের কোঠায় আমরা থেকে থাকি তাহলে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা যেনো রুখে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে হুমায়ুন-জাকির প্যানেলের সকলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমরা বিশ^াস করি।