নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি বিশাল মিছিল মূল র্যালিতে অংশগ্রহণ করে।
এসময় সদর থানা বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগান দেয় ” আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া” খালেদা জিয়া, তারেক রহমান শ্লোগানে শ্লোগানে মুখরিত করে র্যালিতে অংশগ্রহণ করেন।
সোমবার ( ১ সেপ্টেম্বর) সকাল দশটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।