না’গঞ্জে নাশকতার মামলায় যুবদল নেতৃবৃন্দের হাজিরা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তারা।

নারায়ণগঞ্জের সদর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত নাশকতার মামলায় এ দিন হাজিরা দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দীন মন্তু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, কার্যকরী সদস্য সম্রাট হোসেন সুজনসহ নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ