সজলের মায়ের মৃত্যুতে রশুর আবেগঘন স্ট্যাটাস

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দিবারত রাত সাড়ে বারোটায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সজলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু।

 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন “(বিচার দিলাম আল্লাহর কাছে) দীর্ঘ একটি মাসের ও বেশী সময় চিকিৎসার পর আজ সজল ভাই এর মা চলে গেলেন না ফেরার দেশে। বেশির ভাগ সময়ই সজল ভাই তার মায়ের পাশে থেকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার চেষ্টা করে গেছেন মাকে বাচানোর জন্য, কিন্তু ১০ তারিখ ঢাকার সমাবেশে যাতে সজল ভাই যোগদান করতে না পারে সেজন্য পরপর দুটি মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দুরে রাখতে চেয়েছিল এই অবৈধ রাতের ভোটের সরকার,কিন্তু তারপর ও সজল ভাই কে থামানো যায়নি,একদিকে মা আরেক দিকে ফেরারি জীবন নিয়ে ঠিকই উপস্থিত ছিলেন ৯ ই ডিসেম্বর সমাবেশের আগের দিন রাতে গোলাপবাগ মাঠে।১০ তারিখের পর সজল ভাই জীবনের ঝুঁকি নিয়ে মায়ের পাশেই ছিলেন মৃত্যুর আগ মুহূর্ত পরযন্ত। কিন্তু আমি আমার মায়ের পাশে থাকতে পারি নাই মৃত্যুর আগ মুহূর্তে কারণ আমার মা যখন লাইফ সাপোর্টে ঢাকার পিজি হাসপাতালের বেডে ছটফট করছিলেন,তখন আমি এই সরকারের পুলিশ বাহিনীর হাতে গ্রেফতার হই সাইনবোর্ড এলাকা থেকে, সেদিন রাতে আমি যখন হাসপাতাল থেকে ফিরছিলাম তখন আমাকে চলন্ত বাস থেকে এরেস্ট করে নামিয়ে রাখে সাইনবোর্ড পুলিশ বক্স এ। এবং বলে ওয়ারেন্ট আছে আমার নামে,যখন আমি বারবার বলছিলাম আমার মা মৃত্যু শয্যায় পিজি হাসপাতালের বেডে,তখন পুলিশ রেগে গিয়ে আমার দুই হাত পিছনের দিকে দিয়ে হাতকড়া পরিয়ে আমার উপর সেদিন অমানুষিক নির্যাতন চালায়। একটা কুকুর কেও মানুষ এইভাবে পেটায় না, সেদিন আমাকে যেভাবে পেটানো হয়েছিল সাইনবোর্ড পুলিশ বক্সে। অবশেষে আল্লাহর ইচ্ছায় সেদিন ভোর বেলায় আমি ছাড়া পেয়ে আমি নিজে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আর হাসপাতালে যেতে পারি নাই আমার মায়ের কাছে, আর কয়েক ঘন্টা পরই আমার মা হাসপাতালে মারা যায়। দিন টা ছিল ২১/০৪/২০১৭ রাত ১২-১৫ থেকে ভোর ৪ টা।সবশেষে এই অবৈধ রাতের ভোটের সরকার কে একটা কথাই বলবো যে,হামলা,মামলা,নির্যাতন করে আমাদের কে আন্দোলন থেকে দুরে রাখা যাবে না ইনশাআল্লাহ।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ