১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আদর্শ স্কুলে হেল্পডেস্ক

নারায়ণগঞ্জ মেইল: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির লক্ষ্যে বর্তমান সরকারের গণশিক্ষা কার্যক্রমকে সফল করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল টিকা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করেছে ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শনিবার (৭ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধানের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী টিকাকেন্দ্রে আসা সাধারণ জনগণকে অনলাইন নিবন্ধনসহ সকল প্রকার সহযোগিতার লক্ষ্যে ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন তারা।

এ সময় টিকাকেন্দ্র পরিদর্শন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জনসংস্থা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সদস্য নজরুল মুন্সি, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি, আদর্শ স্কুলের গভর্নিং বডির সভাপতি শহিদুর রহমান বাঙ্গালী, স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহম্মেদ ইমন, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিজামউদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লাল মিয়া লালু, যুবলীগ নেতা আলমগীর কবির আলম।

যুবলীগ নেতা রবু খানের তত্বাবধানে স্বেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন মিলন উদ্দিন, সোহাগ ভূইয়া, আশরাফ, আরিফ, সাদমান, সানি, জাহাঙ্গীর, শহীদুল, সিয়াম, ইদার, শ্রাবন,ও পিয়ান্ত।

এ সময় যুবলীগ নেতা রবু খান বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বর্তমান জনবান্ধব সরকার সারা দেশের সাধারণ মানুষের মধ্যে গণটিকা কার্যক্রম শুরু করেছেন। আজকে ছিল তার পরীক্ষামূলক আয়োজন। আগামী ১৪ তারিখ হতে এনআইডি কার্ডের মাধ্যমে ওয়ার্ডের জনসাধারণের মাঝে টিকার ডোজ দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ