চাষাড়া বোমা হামলা, ২০ বছরেও শেষ হয়নি বিচারকাজ

নারায়ণগঞ্জ মেইল: আজ বুধবার (১৬ জুন), নারায়ণগঞ্জ বোমা হামলা ট্র্যাজেডি দিবস। ২০০১ সালের এই দিনে নগরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মী ও নারীসহ ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। নারায়নগঞ্জের ইতিহাসে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা। আজ ২০ বছর পার হলেও শেষ হয়নি নারকীয় ওই বোমা হামলা মামলার বিচারকাজ।

২০০১ সালে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার শেষ দিকে ১৬ জুন রাত পৌনে আটটার দিকে চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। নৃশংস বোমা হামলায় নিহত হয় তৎকালীন জনপ্রিয় ছাত্রলীগ নেতা সাঈদুল হাসান বাপ্পি, আওয়ামী লীগের নেতা কর্মী ও অজ্ঞাত নারীসহ ২০ জন। সংসদ সদস্য শামীম ওসমানসহ আহত হয় কমপক্ষে অর্ধশত। চিরতরে পঙ্গুত্ব বরন করেন আওয়ামী লীগ নেতা চন্দন শীল ও রতন দাস। ঘটনার পর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করেন।

চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তদন্ত কর্মকর্তা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার পুণরায় ক্ষমতায় আসলে মামলাগুলো পূণরুজ্জীবিত করা হয়। দুটি মামলায় ৭ বার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ৮ম তদন্ত সংস্থা সিআইডি ১২ বছর পর ২০১৩ সালের ২ মে ৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করে। চার্জশিটে অভিযুক্ত ৬ জনের মধ্যে নারায়ণগঞ্জ যুবদলের নেতা শাহাদাতউল্লাহ জুয়েল কারাগারে রয়েছে, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের অন্য একটি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

ভারতের দিল্লী কারাগারে আটক রয়েছে জঙ্গী নেতা দুইভাই আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুন রয়েছেন জামিনে। জঙ্গী নেতা ওবায়দুল্লাহ রহমান পলাতক রয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামলাটির স্বাক্ষ্যগ্রহণ চলছে।

মাত্র ৩৩ মাসে ৭ খুন মামলার বিচার কাজ শেষ হলেও দীর্ঘ ২০ বছরেও ২০ জন হত্যা মামলার বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত বিচার শেষ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন নিহতের স্বজনরা।

এছাড়াও, মামলায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে হতাশা নয়, বিচার দ্রুত শেষ করতে সাক্ষীদের উদ্যোগী হয়ে আদালতে গিয়ে স্বাক্ষী দেয়ার অনুরোধ করেছেন মামলার বাদী খোকন সাহা। এদিকে, রাষ্ট্র পক্ষের আইনজীবীও জানান মামলার স্বাক্ষগ্রহণে দেরি ও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বিচারকাজে দেরি হচ্ছে। তবে, পরিস্থিতি ঠিক হলে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার জন্য তাদের ওপরেও চাপ রয়েছে।

প্রতি বছরের মতো আজ মঙ্গলবার (১৫ জুন) চাষাঢ়ায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নিহতদের স্মরনে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও কালো ব্যাজধারন এবং নিহতদের প্রতি দোয়ার আয়োজন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নিহতের পরিবারের সদস্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ