ফতুল্লায় যুব মহিলা লীগ নেত্রীর স্বামীর গুন্ডামী

নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লার কাঠেরপুল এলাকায় প্রাইভেট কার রাস্তার রং সাইডে গাড়ী ঢুকানোর কারণে যানজট সৃষ্টি হলে তা নিয়ে প্রতিবাদ করায় যুবককে হকিষ্টিক দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে মহানগর যুব মহিলা লীগের আহবায়ক এড. সুইটি ইয়াসমিনের স্বামী মাসুম ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার ৬দিন পর ফতুল্লা মডেল থানায় মামলা হলেও রহস্যজনক কারণে পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। বরং আসামীরা বাদীর বাড়িতে সন্ত্রাসী বাহিনী নিতে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানাগেছে, গত আট এপ্রিল শিবু মার্কেট আব্দুল সামাদ পুত্র কামাল হোসেনকে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় গত ১৫ এপ্রিল ফতুল্লা মডেল থানায় মামলা হয়। এরআগে মামলাটি নিতে অনীহা প্রকাশ করেছিল ফতুল্লা থানরা পুলিশ। মামলায় সুইটি ইয়াসমিনের স্বামী মাসুম ছাড়াও গাড়ীর ড্রাইভার জীবন ও ফতুল্লার রেললাইন এলাকার তৈয়বুর রহমানের পুত্র দুর্ধর্ষ জাহিদুল ইসলাম জনিকে আসামী করা হয়। মামলা হওয়ার পরও আসামীদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় শনিবার দুপুরে আহত কামাল হোসেনের বাড়িতে মাসুমসহ সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এসময় মামলা তুলে না নিলে বাদীকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।

এদিকে, মামলাটি তুলে নিতে প্রভাবশালী মহল বাদী কামাল হোসেনকে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে। আর পুলিশের নীরবতা ও যুবলীগ নেতাদের চাপের কারণে মামলাটি তুলে নেয়ার সম্ভাবনা রয়েছে বলে বাদী নিজেই নিশ্চিত করেছেন। কামাল হোসেন জানান, তারা আমার বাড়িতে এতে চাকু দিয়ে হত্যা করতে চেয়েছে। আমি অসহায় মানুষ। কি করবো বুঝতাছি না। সূত্র বলছে, বিষয়টি মিমাংশার জন্য শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, কথিত যুবলীগ নেতা ফয়সাল, স্থানীয় যুবলীগ নেতা আজমতসহ যুবলীগের নেতারা বাদীকে চাপ দিচ্ছে। শনিবার ইফতারের পর বাদীকে নিয়ে বসার কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ