গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

নারায়ণগঞ্জ মেইল: ১৯৭১ সালে পাক বাহিনী কর্তৃক গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৪ মার্চ ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আতিকুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, প্রধান আলোচক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বিশেষ অতিথি সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর ( পিপি ) এড. ওয়াজেদ আলী খোকন, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সোনারগাঁ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ