১০ মাস ঝুলে আছে ফতুল্লা আ:লীগের পূর্ণাঙ্গ কমিটি

নারায়ণগঞ্জ মেইল: গত বছরের ৭ ডিসেম্বর ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল। ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় থানা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এম. সাইফুল্লাহ বাদল ও শওকত আলী। তবে সম্মেলনের আড়াই মাস পাড় হয়ে পেলেও কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয়েছেন তারা। তবে কেউ কেউ বলছেন, নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে দ্রুত কমিটি দিতে অনীহা প্রকাশ করছেন এম. সাইফুল্লাহ বাদল ও শওকত আলী।


পাশাপাশি অভিযোগ উঠেছে, ইউনিয়নের ওয়ার্ড কমিটির মতই বিতর্কিত, ভূমিদস্যু, অনুপ্রবেশকারী, মাদক সেবীসহ অপরাধী এমন অনেকেই থানা আওয়ামীলীগের পদ পেতে যাচ্ছেন। ইতিমধ্যে পদ পেতে বিতর্কিত অনেক নেতাই মোটা অংকের টাকা নিয়ে লবিং করছেন। বিশেষ করে ঝুট সন্ত্রাসী, ভূমিদস্যুসহ বিতর্কিতরা পদ পেতে মরিয়া হয়ে উঠেছে। এর আগে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কমিটিতেও মোটা অংকের টাকার বিনিময়ে বিতর্কিত ও বিএনপির সক্রিয় কর্মীরাও পদ বাগিয়ে নিয়েছেন। তাই এবার থানা কমিটিতেও পদ পেতে বিতর্কিতরা মরিয়া হয়ে উঠেছে। আর তার অনেকটাই সফল হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।


সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পরে পেরিয়ে গেছে প্রায় দশ মাস। যদিও গঠনতান্ত্রিক নিয়মে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার বাধ্যবাধকতা থাকলেও বাদল ও শওকতের তৎপরতা তেমন দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যেই ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন থানা আওয়ামীলীগের শীর্ষ এক নেতা। পাশাপাশি কমিটি গঠন নিয়ে নানা আলোচনা থাকলেও পূর্ণাঙ্গ কমিটির একটি রূপরেখা ইতোমধ্যেই দাঁড় করিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। আর সেখা বিতর্কিত অনেক নেতাকেই রাখা হচ্ছে।


এর আগে কাশীপুর ও বক্তবলী ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সমালোচনা হয়েছিল। বাদল ও শওকত আলী ত্যাগীদের বাদ দিয়ে নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করার অভিযোগ ছিল। যার ফলে কাশীপুরের ৯টি ওয়ার্ডেই বাদলের কমিটির পাল্টা কমিটিও দিয়েছিল কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ নেতারা।


এদিকে, দীর্ঘ বছর পর ফতুল্লা থানা আওয়ামীলীগের সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা না হওয়ায় দলের নেতাকর্মীরা হতাশ হচ্ছেন। সূত্র বলছে, বিগত সময়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের কমিটির অনেক নেতারাই ভাগ্যের পরিবর্তন ঘটলেও দলীয় কার্যালয়টির এখনো বেহাল অবস্থা। নেতারা শত শত কোটি টাকার মালিক বনে গেলেও র্কাযালয়টি সংস্কারে তেমন উদ্যোগ নেয়া হয়নি। এদিকে, অচিরেই ফতুল্লা থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ