নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের উপর দিয়ে সরকারের তিনটি মেট্রোরেল লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নারায়ণগঞ্জকে স্মার্ট সিটিতে পরিণত করার আশ্বাসও দেন তিনি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জনসভায় তিনি এ আশ্বাস দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে শেষ নির্বাচনী জনসভা এটি তার।
প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই নারায়ণগঞ্জের উন্নয়ন সম্ভব হচ্ছে। এই নারায়ণগঞ্জের উপর দিয়ে সরকারের তিনটি মেট্রোরেল লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ স্মার্ট সিটিতে পরিণত হবে।’
এসময় নারায়ণগঞ্জের প্রশংসা করে তিনি বলেন, ‘এই জেলার সঙ্গে অনেক স্মৃতি। ইতিহাসের পাতায় পাতায় এর অস্তিত্ব। দেশের যে কোনো আন্দোলনে নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকায় থাকে।’
এর আগে বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগ সভাপতি ২০০১ সালে নারায়ণগঞ্জে বোমা হামলার সমালোচনা করেন। এ ঘটনায় বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০১ সালের ১৫ জুলাই দেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করি। এরপরই এই নারায়ণগঞ্জ রক্তাক্ত হয়। ১৬ জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা চালানো হয়। সেখানে ২০ জন মারা যায়। এখনও অনেক নেতাকর্মী পঙ্গু হয়ে মানবেতর জীবন পার করছে। এই হামলা করেছিল বিএনপি।’
তিনি বলেন, ‘এখন আবার নির্বাচন এসেছে, সন্ত্রাসী বিএনপি তাদের চেহারা দেখাতে শুরু করেছে।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী কায়সার হাসানাত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।