১৯ বছর আগের মামলায় সাক্ষ্য দিতে না:গঞ্জের আদালতে শামীম ওসমান

নারায়ণগঞ্জ মেইল: উনিশ বছর পূর্বে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বোমা হামলার ঘটনায় এবার আদালতে সাক্ষা দিতে এসেছেন এমপি শামীম ওসমান । দীর্ঘদিন পর এই মামলায় মুখোমুখি হাজির করা হয়েছে ক্রসফায়ারে নিহত মমিন উল্লাহ ডেবিডের ভাই জুয়েলকে ।

আষাড়ার চাঞ্চল্যকর ২০০১ সালে জেলা আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় হতাহতের ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী দিতে আদালতে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান৷

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে চত্বরে আসেন সরকার দলীয় এই সাংসদ৷

পরে তিনি জেলা আদালতের পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকনের কক্ষে যান৷ কিছুক্ষন পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বোমা হামলার মামলায় সাক্ষী দেবেন তিনি৷

২০০১ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ১৬ জুন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। ওই দিন রাত পৌনে আটটার দিকে তৎকালীন সাংসদ শামীম ওসমান তার কর্মীদের সঙ্গে রাজনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলেন। ঠিক সে সময়ই ঘটে বোমা হামলার ঘটনা। হামলায় ২০ নেতা কর্মী প্রাণ হারান। শামীম ওসমানসহ আহত হন অন্তত অর্ধশত নেতাকর্মী। পঙ্গুত্ব বরণ করেন অনেকে।

এ ঘটনায় তৎকালীন শহর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে দুটি মামলা করেন। মামলার সাতবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। আওয়ামী লীগ টানা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেও এখন পর্যন্ত মামলার বিচার কার্য শেষ হয়নি।

দীর্ঘদিন পর চাঞ্চল্যকর নারায়ণগঞ্জের বোমা হামলা মামলায় আসামী ও মামলার প্রধান সাক্ষী শামীম ওসমান আদালতে সাক্ষ্য দিতে হাজির হওয়ায় উৎসুক জনতার ভীড় ছিল লক্ষনীয়ভাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ