রনি-স্বপনের নেতৃত্বে জেলা যুবদলের শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে। রোববার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেল তিনটায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুর রহমান স্বপনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা এদিন দুপুরে শহরের চাষাঢ়া রেল ষ্টেশন এলাকায় জড়ো হয়। এরপর মিছিল নিয়ে চাষাঢ়ার সমাবেশে যোগ দেয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেয়।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ