জেলহত্যা দিবসে ১৩ নং ওয়ার্ড যুবলীগের দোয়া

নারায়ণগঞ্জ মেইল: ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ১৩ নং ওয়ার্ড যুবলীগ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাসদাইর তালাফ্যাক্টরি এলাকায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ সভাপতি খাজা ইরফান আলী, মানবাধিকার কর্মী শাহ আলম ভুইয়া, আওয়ামীলীগ নেতা রবু খান, আক্তারুজ্জামান দুলু, আবু তাহের, মোখলেসুর রহমান, রফিকুল ইসলাম রিপন,, তরুণ লীগ সহ সভাপতি আশরাফ, যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক উৎস, সদস্য সুমন, ইসাত, মামুনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩ নভেম্বর কারাগারে নৃশংসভাবে খুন হওয়া জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় এবং বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ১৩ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন ভুইয়ার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ