কাজিমউদ্দিনকে জেলা মহিলা শ্রমিক লীগের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক এবং বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি শামিম আরা লাভলী ও সাধারণ সম্পাদক নিলুফা বেগমের নেতৃত্বে জেলা মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

রোববার (১৬ অক্টোবর ) সন্ধ্যায় শহরের চাষাড়াস্থ জামান টাওয়ারে অবস্থিত কাজিম উদ্দিন প্রধানের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। পরে কাজিম উদ্দিন প্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এসময়ে কাজিম উদ্দিন প্রধান নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে সুসংগঠিত করতে বলেন।

প্রসঙ্গত, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শামসুন নাহার এমপি ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী শামিম আরা লাভলীকে সভাপতি ও নিলুফা বেগমকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের কমিটির ঘোষনা দেন।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ