আইনজীবী ফোরামের নির্বাচন: হুমায়ুন-জাকির প্যানেলের জমজমাট প্রচারনা

নারায়ণগঞ্জ মেইল: আগামী ৯ ডিসেম্বর বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচার – প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফোরামের নির্বাচনে হুমায়ুন-জাকির প্যানেলের প্রার্থীরা। সোমবার জমজমাট প্রচারনায় দিন অতিবাহিত করেছেন তারা। বিএনপির আইনজীবীদের টেবিলে টেবিলে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। আইনজীবীদের কাছ থেকে সাড়াও পাচ্ছেন এই প্যানেলের পক্ষে।

এদিকে বিএনপি পন্ত্রী আইনজীবী ফোরামের সম্মেলনকে কেন্দ্র করে আদালত পাড়ায় বইছে উৎসবের আমেজ । জেলা ফোরামের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পাঁচটি পথে দুটি প্যানেল ও প্যানেলের বাইরে গিয়ে একক ভাবে সাধারণ সম্পাদক প্রার্থী এড. সুমন মিয়াসহ মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার ( ৭ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত আদালত পাড়ায় ও বাইরে ফোরামের সদস্যদের চেম্বারে চেম্বারে গিয়ে দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নিজ নিজ প্যানেলের জন্য গনসংযোগ চালিয়ে ভোট প্রার্থনা করেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

হুমায়ূন-জাকির নেতৃত্বে গঠিত প্যানেলের সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন।

অপর পক্ষে ভাষানী- মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের সভাপতি পদে এড. আবদুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক পদে এড. আজিজ আল মামুন, সিনিয়র সহ সভাপতি পদে এড. সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে এড. আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে এড. আলী হোসেন প্রতিদ্বন্দিতা করবেন।

এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

প্রসঙ্গত, বিএনপির আইনজীবীদের নির্বাচনী আলোচনায় সরগরম আদালতপাড়া। সকলের মাঝেই নির্বাচনী আমেজ। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে এবারের অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ব্যালট নং প্রদান করা হবে। ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন কোর্টের অপরদিকে হিমালয় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ