আবারো মোহসীন-মাহবুবেই আস্থা আওয়ামী আইনজীবীদের

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষনা হয়ে গেছে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ-বিএনপি দুটি দলেই চলছে প্রস্তুতি। ক্ষমতাশীণ দল আওয়ামীলীগের আইনজীবীদের মধ্যে চলছে বিচার বিশ্লেষন। আসন্ন নির্বাচনে সভাপতি-সেক্রেটারী পদে কারা বেশী যোগ্য সে বিষয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে চায়ের আড্ডায়। নিয়মিত আইনী কার্যক্রমের পাশাপাশি নির্বাচনে প্রার্থীদের ভুল ভ্রান্তি নিয়েও বাড়তি সময় ক্ষাপণ করছেন আইনজীবীরা। আর এসব চুলচেরা বিশ্লেষনের সারমর্ম যা উঠে আসছে তাতে করে মনে হচ্ছে পুরানো জুটি এড. মোহসীন মিয়া-এড. মাহবুবুর রহমানের উপরই আবারো আস্থা রাখতে চাইছেন তারা।

সরেজমিনে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ঘুরে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য হচ্ছে কোনো জুটি সফলভাবে এক বছর দায়িত্ব পালন করলে পরের বছর তাদের উপরই আস্থা রাখেন দলীয় আইনজীবীরা। বিশেষ কোনো সমস্যা দেখা না দিলে একই জুটি দুইবার দলীয় মনোনয়ন লাভ করেন এবং আইনজীবীরাও তা স্বাচ্ছন্দে মেনে নেন। এবারেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না নারায়ণগঞ্জের আদালতপাড়ায়। গত এক বছরের সফল জুটি মোহসীন-মাহবুবকেই আওয়ামী আইনজীবীদের প্রথম পছন্দ। তাই আগামী এক বছরের জন্যে এ জুটির উপরই ভরসা রাখতে চাইছেন তারা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার ৭ জানুয়ারি। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৮ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারন করা হয়।

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. হুমায়ুন কবীর এবং এড. বুলবুল।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগহ ও দাখিল করতে পারবেন প্র্রার্থীরা। ১৪ জানুুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ