নারায়ণগঞ্জ মেইল: ঈদুল আজহার মাত্র তিনদিন বাকি থাকলেও ক্রেতা শূন্য নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটগুলো। এতে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন খামারী ও ব্যবসায়ীরা। কিছু হাটের অব্যবস্থাপনায় ভোগান্তিও পোহাচ্ছেন তারা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বড় বড় পশুগুলো চোখে পড়ছে হাটে। এরমধ্যে ঝিনাইদহ থেকে আনিস নিয়ে এসেছেন টাইগার। সাড়ে ৩ বছর ধরে সন্তানের মতো করে লালনপালন করেছেন টাইগারকে। ফ্রিজিয়ান জাতের এ গরুটির দাম হাঁকছেন ৮ লাখ টাকা।
টাইগারের মালিক আনিস জানান, যে দাম বলতেছেন এতে খাওয়ার দামই বলে না। সাড়ে তিনটা বছর নিজের ছেলের মতো বড় করেছি। কিন্তু আমি সে মূল্য পাচ্ছি না।
আনিসের মতো আরও অনেকেই নিয়ে এসেছেন এমন অনেক কোরবানির পশু। তবে ক্রেতা সংকটে দুশ্চিন্তা রয়েছে বিক্রি নিয়ে।
আরেক গরু ব্যবসায়ী বলেন, হাটে গরু নিয়ে এসেছি; কিন্তু ক্রেতারা যে দাম বলতেছে তা গরু বিক্রি করার মতো না।
এ হাটে লাইটিং, পানি ও টয়লেটের ব্যবস্থায় কোন সমস্যা না থাকলেও অন্য হাটে রয়েছে সব ধরনের সমস্যা।
জায়গার অভাব না থাকলেও করোনার কারণে এবার পশুর সংখ্যা অনেকটাই কম নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে।