করোনা পরিস্থিতিতে পশুর হাটের বিকল্প “আরকে এগ্রো ফার্ম”

নারায়ণগঞ্জ মেইল: আর মাত্র কয়েক দিন পরই পবিত্র ঈদ-উল আযহা বা কোরবানীর ঈদ। ঈদকে সামনে রেখে এরই মধ্যে কোরবানীর পশু ক্রয় করেছেন অনেকে। তবে করোনাকালীন এই মহামারীর সময়ে অনেকেই কোরবানীর পশুর হাট ক্রয় করা নিয়ে শঙ্কায় ছিলেন। বিশেষ করে কুরবানীর পশুর হাটগুলোতে সব ধরনের মানুষের অবাধ আনাগোনার কারণে করোনায় আক্রান্তের আশঙ্কা রয়েছে।


তবে স্বাস্থ্যবিধি মেনে কুরবানীর পশুর হাটের বিকল্প হয়ে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের অনেকগুলো গরুর খামার। যার মধ্যে একটি অন্যতম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকা আরকে এগ্রো-ফার্ম লি:।


সম্পূর্ণ প্রকৃতিক ভাবে ভাবে গরু লালন পালন করা হয় এই ফার্মে। ঈদের আরো ৪ দিন বাকী থাকতেও এরইমধ্যে গরু বিক্রির হিড়িক পড়েছে ফার্মটি। এমনকি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানও আর কে এগ্রো-ফার্ম থেকে কোরবানীর পশু ক্রয় করেছেন।


জানাগেছে, করোনা পরিস্থিতিতে এই কোনাকাটাকে সহজ করতে ক্রেতাদের ঘরেই নিয়ে এসেছে হাট। চাইলেই পরিবারের সব সদস্যকে দেখিয়েই কিনতে পারবেন এবারের কোরবানির জন্য পছন্দের পশুটি। এমন সুবিধা নিয়ে অনলাইনে কোরবানির পশু বিক্রি শুরু করেছে আরকে এগ্রো ফার্ম লি:। নিজস্ব জমিতে চাষ করা কাঁচা ঘাঁস ও প্রাকৃতিক উপায়ে তৈরি খড়-ভুসি দিয়ে গরুর পুষ্টি বিবেচনায় লালন পালন করা হচ্ছে এখানকার কোরবানীর পশু।


তাছাড়া শত ভাগ হালাল ও প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত গরু তৈরি করায়, ব্যপক চাহিদা বেড়েছে বিভিন্নস্থান থেকে আগত ক্রেতাদের। শুধু তাই নয়, রয়েছে অনলাইনে এবং স্বাস্থবিধি মেনে সরাসরি কোরবানির পশু কেনাকাটায় নানা সুবিধা। ক্রেতারা চাইলেই পাচ্ছেন স্বাস্থ্য বিধি রক্ষা করে জবাই করে হোম ডেলিভারির মত ব্যবস্থা। করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে নানা উদ্যোগ। রয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য সু ব্যবস্থাও। খামারে প্রবেশকারী প্রতিটি ক্রেতাই জীবানুনাশক ট্যানেল থেকে বের হতেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রদান করা হচ্ছে সুরক্ষা উপকরণ। তাই এই করোনা পরিস্থিতিতে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ