না’গ‌ঞ্জ সাব রে‌জি‌স্ট্রি অ‌ফিসের ৩৯ কোটি টাকার রাজস্ব আদায়

নারায়ণগঞ্জ মেইল: করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নারায়ণগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসগু‌লো ৩৯ কো‌টি ২১ লাখ ৩৪ হাজার ১৫০ টাকার রাজস্ব অাদায় ক‌রে‌ছে।

মঙ্গলবার (১৯ অাগস্ট) জেলা রে‌জিস্ট্রার, নারায়ণগঞ্জ মোঃ জিয়াউল হক স্বাক্ষ‌রিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে নারায়ণগঞ্জ জেলার সাব রে‌জি‌স্ট্রি অ‌ফিসগু‌লোতে অাদায় হ‌য়ে‌ছে ২৬,৬২,৮৬,৮৩৫/- (ছা‌ব্বিশ কো‌টি বাষ‌ট্টি লক্ষ ছেয়া‌শি হাজার অাট শত পয়ত্রিশ টাকা মাত্র।) এবং মোট দ‌লি‌ল রে‌জি‌স্ট্রি ক‌রে‌ছে ৪৩৭৪টি।

অপরদিকে, জুলাই মাসে নারায়ণগঞ্জ জেলার সাব রে‌জি‌স্ট্রি অ‌ফিসগু‌লোতে অাদায় হ‌য়েছে ৩৯,২১,৩৪,১৫০/- (ঊনচ‌ল্লিশ কো‌টি একুশ লক্ষ চৌ‌ত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা মাত্র) রাজস্ব আদায় ক‌রে‌ছে এবং মোট দ‌লি‌ল রে‌জি‌স্ট্রি ক‌রে‌ছে ৮,২০১‌টি।

যার ম‌ধ্যে রে‌জি‌স্ট্রেশন ফি বাবদ ৫,২১,৬৪,৪৯৩ টাকা, স্ট‌্যাম্প শুল্ক বাবদ ৭,১৩,৭৭,৫৪৩ টাকা, মুল‌্য সং‌যোজন কর (মুসক) বাবদ ৬৮,৭৬,৭৫২ টাকা, উৎস কর ও উৎসে অায়কর (৫৩ এফ.এফ) বাবদ অাদায় ১৪,৭৭,৯১,৪৮২ টাকা, কোর্ট ফি বাবদ অাদায় ২,৯৪,৩১০ টাকা, স্থানীয় সরকার বাবদ : (জেলা প‌রিষদ খাত- ২,৫৯,৮১,৭১০/-, সি‌টি ক‌র্পো‌রেশন খাত- ১,৪৫,০৯,৫৯৯/-, উপ‌জেলা প‌রিষদ বাবদ-৩,১৭,২৩,৮৮৪/-‌, পৌরসভা কর খাত- ১,১৪,৮৪,৩৪৯/- ইউ‌নিয়ন প‌রিষদ- ২,৫৯,৮১,৭১০/-, অাই জি অার তহ‌বিল খাত- ৩৯,৪৮,৩১৮/-) সর্বমোট ১১,৩৬,২৯,৫৭০/- অাদায় হ‌য়ে‌ছে।

যেখা‌নে জুন মা‌সের তুলনায় রাজস্ব বে‌ড়ে‌ছে ১২,৫৮,৪৭,৩১৫/- (বা‌রো কো‌টি অাটান্ন লক্ষ সাতচ‌ল্লিশ হাজার তিনশত প‌নে‌রো টাকা মাত্র) এবং দ‌লিল বে‌ড়ে‌ছে ৩,৮২৭‌টি।

বিজ্ঞপ্তিতে উ‌ল্লেখ করা হয় আইন মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তরের অধিনে জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে নারায়ণগ‌ঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস গুলোর কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকলনবিশদের সহযোগিতায় এই রাজস্ব আদায় হয়েছে।

এ বিষ‌য়ে জেলা রে‌জিস্ট্রার, নারায়ণগঞ্জ মোঃ জিয়াউল হক এ প্রতি‌নি‌ধি‌কে জানান বর্তমান ক‌রোনাকালীন মহামা‌রি সম‌য়ে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীগণ জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে সরকা‌রের রাজস্ব অাদা‌য়ে তৎপর ভূ‌মিকা পালন ক‌রে‌ছেন। যার ম‌ধ্যে দা‌য়িত্ব পালনকা‌লে ৩ জন কর্মকর্তা কর্মচারী কো‌ভিড ১৯ অাক্রান্ত হ‌য়ে ই‌তিম‌ধ্যে অা‌রোগ‌্য লাভ ক‌রে‌ছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ