নারায়ণগঞ্জ মেইল: আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সোমবার (৩ জানুয়ারি) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। যদিও বিএনপিপন্থী আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে।
জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও নির্বাচন কমিশনাররা হলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট মেরিনা জামান, এডভোকেট আব্দুর রহিম ও অ্যাডভোকেট সুখচাঁদ সরকার।
তিন সদস্যের আপিল বোর্ডে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমদাদুল হক তারাজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবীর ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল হুদা।