নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে রবিউল হোসেনের বহিষ্কারাদেশ কোনোভাবেই মেনে নিতে পারছে না তৃণমূল নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগের পরীক্ষিত নেতা দুঃসময়ের কান্ডারী রবিউল হোসেনের এই পরিণতি সুস্থ ধারার রাজনীতি চর্চায় অশনী সংকেত বলে মনে করছেন তারা। আর তাই রবিউল হোসেনকে পুনরায় সসম্মানে তার পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন ত্যাগী নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন রবিউল হোসেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোকে অভিভাবকের মতো ছায়া দিয়ে আগলে রেখেছিলেন তিনি। তার শূন্যতা কোনভাবেই পূরণ হওয়ার নয় জানিয়ে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা বলেন, রবিউল হোসেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি রাজনীতির জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আজ দল ক্ষমতায় থাকায় অনেককেই বড় বড় পদে দেখা যায়, যাদেরকে দলের দুঃসময়ে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অথচ যখন বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় ছিলো তখন এই রবিউল হোসেন স্থানীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন।
স্থানীয় আওয়ামী লীগের আরেক নেতা বলেন, রবিউল হোসেনের মতো দুঃসময়ের পরীক্ষিত নেতাদের সঠিক মূল্যায়ন করা না হলে ভবিষ্যতে সুস্থ ধারার রাজনীতির চর্চা মুখ থুবরে পড়বে, নতুন প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই রবিউল হোসেনের মতো ত্যাগী নেতাদেরকে সসম্মানে ফিরিয়ে এনে তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানাচ্ছি। কর্মীদের হৃদয়ের রক্তক্ষরণ নেতাদেরকে উপলব্ধি করার আহ্বান জানাই।
এদিকে স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, চলমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন থেকে তিনি পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন। তিনি নিজে খুবই অসুস্থ, তাছাড়া তার সহধর্মিণী অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাই পারিবারিক সিদ্ধান্তেই তিনি এবারের নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কাউকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বিএনপি নেতাকে সমর্থন দিয়ে তার সরে দাঁড়ানোর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানা গেছে। একটি কুচক্রী মহল অপপ্রচারটি ছড়িয়ে রবিউল হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারকে কলঙ্কিত করার অপচেষ্টা করছেন। কিন্তু এই ষড়যন্ত্র সফল হবে না এবং রবিউল হোসেনের মতো পরীক্ষিত নেতারা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে স্বমহিমায় আবির্ভূত হবেন এমনটাই আশাবাদ সকলের।