নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কাজ ছাড়া কিছুই বুঝি না, আমি কখনও দলবাজি করি নাই, যারা বলে নৌকায় হাতি উঠলে ডুবে যাবে তারা অপপ্রচার করছে। নৌকা উন্নয়নের মার্কা ও শেখ হাসিনার মার্কা।
শনিবার (১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে দুপুরে মুক্তিনগর বটতলা ও সানারপাড় এলাকায় প্রচার-প্রচারণায় নেমে সাংবাদিকদের এ কথা বলেন আইভী।
এ সময় গণসংযোজকে ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাদলের নেতৃত্বে শতশত নারী-পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। এ ছাড়া বটতলা এলাকায় একটি পথসভাও করেন আইভী। মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তার বক্তব্যে আরও বলেন, আমি সহজ সরল জীবনযাপন করি। আমি প্রশাসনের সুবিধা নেইনি, কখনও নেব না।
তিনি আরও বলেন নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়নের সুবিধা জনগণ পাবেন।
শামীম ওসমানের সমর্থন প্রসঙ্গে আইভী বলেন, এ সকল কথা অনেকবার বলেছি। নির্বাচনের মধ্যেই থাকা আমাদের জন্য ভালো। আমি তৈমুর আলম খন্দকারের সঙ্গে নির্বাচন করছি। আমার আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে নিয়ে কথা বললেই ভালো। বারবার একজনকে টেনে এনে বিব্রতকর অবস্থায় ফেলা ঠিক না।
তিনি বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে চেষ্টা করেছি খেলার মাঠ ও পার্ক করার জন্য। যদিও এখানে কোনো জায়গা নেই। সরকারি জায়গায় করার চিন্তা ভাবনা করছি। আমি কখনও চাঁদাবাজি, সন্ত্রাসী করিনি। আমি উন্নয়নের রাজনীতি করি, স্পষ্ট কথা বলি। কারণ কেউ বলতে পারবে না আমি কারও সাথে খারাপ ব্যাবহার করেছি, সন্ত্রাসী করেছি।
আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ৫ লাখ ১৭ হাজার ৩ শ’ ৫৭ জন ভোটার রয়েছে সিটি এলাকায়। এ নির্বাচনে ইভিএমএ ভোট দেবেন ভোটাররা।