নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ কবির হোসেনের ব্যাডমিন্টন প্রতীকের প্রচারনায় বাঁধা প্রদান সহ তার সমর্থকদের গালিগালাজ করা ও হুমকি প্রদানে্য অভিযোগ পাওয়া গেছে। এসময় কবির হোসেনের মিছিলে স্লোগান প্রদানকারী পারভেজ মল্লিক নামে একজনকে প্রাননাশেরও হুমকি প্রদান করা হয়েছে বলে জানা যায়।
ঘটনাস্থলে উপস্থিত এলাকাবসীর সূত্রে জানাগেছে, বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধার পর কাউন্সিলর প্রার্থী মোঃ কবির হোসেন ২নং বাবুরাইল এলাকায় তার নির্বাচনী প্রচারনা করার সময় সাবেক কাউন্সিলর ওবায়েদউল্লার বাড়িতে গেলে বাইরে অবস্থান করছিলো তার সমর্থকরা। এসময় সেখান দিয়ে অপর কাউন্সিলর প্রার্থী রিয়াদ হোসেন এর ঘুড়ি মার্কার সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে মিছিলে থাকা সমর্থকরা কবির হোসেনের সমর্থকদের উস্কানীমূলক কথা বলাসহ গালিগালাজ করতে থাকে। এরপর কাউন্সিলর প্রার্থী রিয়াদ হোসেন পারভেজ মল্লিককে দেখতে পেয়ে তাকে ব্যাডমিন্টন প্রতীকের স্লোগান দিতে বাধা প্রদান করা সহ পরিস্থিতির এক পর্যায়ে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় প্রদান করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী কবির হোসেন বলেন, সন্ধার সময় ২নং বাবুরাইল এলাকায় আমি গণসংযোগে বের হই।গনসংযোগ করতে করতে সাবেক কাউন্সিলর ওবায়েদউল্লাহ চাচার বাড়ির সামনে গেলে আমি তার বাড়ির ভিতরে যাই এবং তার স্ত্রীর পা ছুঁয়ে সালাম করে আমার জন্য ভোট প্রার্থনা করি। এসময় তার বাড়ির বাইরে আমার সমর্থকরা অবস্থান করেছিলো। হট্টগোল শুনতে পেয়ে আমি বাইরে বের হলে সেখানে ওবায়েদউল্লাহ চাচাকে আসতে দেখে ভেবেছিলাম তিনি হয়তো বিষয়টি সমাধান করে দিবেন। কিন্তু তিনি তেমনটি না করে উল্টো আমার সমর্থকদের শাসিয়ে বলেন এখানে কি? এই এলাকায় আমার বাড়ির সামনে কোন স্লোগান মিছিল করা যাবেনা। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে আমি আমার সমর্থকদের পক্ষ হয়ে ওবায়েদউল্লাহ চাচার কাছে ক্ষমা প্রার্থনা করে ঘটনাস্থল ত্যাগ করি।
এদিকে অপর কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসানের কাছে বিষয়টি জানতে তার ব্যবহৃত ০১৭৭৭৪১৪০৪৫ নাম্বারে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত একাধিকবার ফোন করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।