দিনভর নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করলো পূজা পরিষদ

নারায়ণগঞ্জ মেইল: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। শনিবার ১৫ আগষ্ট সকাল থেকে রাতভর নানা আয়োজনে স্মরণ করা হয় বাঙ্গালি জাতি সত্তার এই মহানয়ককে।


শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে চাষাঢ়া বিজয়স্তম্ভে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধ জানায়। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাশ, সাধারণ সম্পাদক উত্তম সাহা, পূজা পরিষদ নেতা সুজন বিশ্বাস প্রমূখ।


এ সময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন মানচিত্র আর পতাকা পেয়েছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির দোসররা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করে এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চেয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তার অসীম রহমতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এখনো সেই প্রতিক্রিয়াশীল চক্র ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদেরকে প্রতিহত করতে হবে, সেইসাথে বঙ্গবন্ধুর সকল খুনির ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করতে হবে।


এরপর দিনভর নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে মন্দিরে পবিত্র গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তাছাড়া জেলা ও মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন পূজা পরিষদ নেতৃবৃন্দ। সন্ধ্যায় শহরের দরিদ্র ভান্ডার কালি মন্দিরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদ সকলের আত্মার শান্তি কামনায় এবং করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্বাসীকে মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এখানে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন উপস্থিত সকলের কাছে বঙ্গবন্ধু অবদান তুলে ধরে জ্ঞাণগর্ভ আলোচনা করেন এবং অবিলম্বে বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবী জানান।


সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দিঘলদি মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা। সেখানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাশ ও সাধারণ সম্পাদক উত্ত সাহা।

ফতুল্লায় পূজা পরিষদের সভাপতি রনজিত মন্ডলের উদ্যোগে বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়, দুস্থ্যদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।


সিদ্ধিরগঞ্জে পূজা পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর ও সাধারণ সম্পাদক খোকন বর্মনের নেতৃত্বে বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।


বন্দরে সভাপতি শংকর দাশ ও সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের নেতৃত্বে মন্দিরে প্রার্থনা করা হয় ও দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


এছাড়াও জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁসহ নারায়ণগঞ্জের সর্বত্র জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ