কুমুদিনী বাগানবাসীর সাথে কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেনের মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ মেইল: আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেনের সাথে মতবিনিময় করেছেন কুমুদিনী বাগানবাসী। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের খানপুরে মেডিপ্লাস হাসপাতাল সংলগ্ন খালি মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কুমুদিনী বাগানবাসী কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেনকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার কাহিনী শোনান। বর্তমান কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রবিউল হোসেন এর কাছে তুলে ধরেন তারা।

ইউসুফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুমুদিনী বাগানের গৃহহীন অধিবাসীরা ক্ষোভের সঙ্গে বলেন, বাংলাদেশ শরণার্থী হিসেবে আশ্রিত রোহিঙ্গারাও আমাদের চেয়ে ভালো আছে। আমাদের এখন থাকার জায়গা নেই, মাথার উপর ছাদ নেই। আমরা এখন পথে পথে ঘুরি। আমাদের এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়াননি বর্তমান কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তার সাথে আমরা নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি আমাদের পাশে দাঁড়াননি। আমাদের বিদ্যুৎ বিলের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন খোরশেদ, তার কোনো হিসাব আমরা পাইনি। তাই আমরা আর খোরশেদকে ভোট দেবো না।

এ সময় কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেন মন দিয়ে কুমুদিনী বাগান বাসির দুঃখের কাহিনী শোনেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাংবাদিক আলমগীর আজিজ ইমন, মিঠু, রাকিবসহ শতাধিক বাগানবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ